ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

নারীরা চেষ্টা করলে বিএনপির ভোট বাক্সে উপচে পড়বে- সুলতানা হাবীবা

নারীরা চেষ্টা করলে বিএনপির ভোট বাক্সে উপচে পড়বে- সুলতানা হাবীবা। ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বিএনপি মিডিয়া সেলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা হাবীবা বলেছেন, শেখ হাসিনার আমলে দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। ভোট আমার আপনার সবার অধিকার। জনগণের এই ভোটের অধিকার ফিরে দেয়ার আন্দোলন করায় জিয়া পরিবারের ওপর সীমাহীন নির্যাতন করা হয়েছে।

সারাদেশে বিএনপির নেতাকর্মীদের গুম, খুন, মামলা হামলাসহ নির্যাতন করা হয়েছে। নারীরা চেষ্টা করলে ভোট বাক্সে উপচে পড়বে বিএনপির ভোট। মহিলাদের কাজে লাগিয়ে আগামীতে দেশের উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখতে হবে। নির্বাচনের জন্য দেশবাসী এখন মুখিয়ে রয়েছেন। গতকাল রোববার রাতে আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপিসহ সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সহকারি অধ্যাপক গোলাম মোস্তফা, কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, আবু মোতালিব, যুবদল নেতা জুয়েল হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় নারী নিহত

বগুড়ার সোনাতলায় খোলা বাজারে ওএমএস’র আটা বিক্রির উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অটোরিকশা নিয়ে চমকের ক্ষোভ

বগুড়ার আদমদীঘিতে চারটি চোরাই গরুসহ দুইজন গ্রেফতার

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল