প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালির পরিবর্তে খাল-নালা পরিষ্কার করবে বিএনপি

আগামীকাল মঙ্গলবারের ঘোষিত র্যালির কর্মসূচি বাতিল করেছে বিএনপি। রাজধানীতে জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি। এর পরিবর্তে বিএনপি ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছে। ব্যতিক্রমী কর্মসূচি অনুযায়ী দলটি আগামীকাল পুকুর, খাল ও নালা পরিষ্কার করবে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ঢাকার নাগরিকদের দুর্ভোগ বাড়ানো বিএনপি’র উদ্দেশ্য নয়। তাই আমরা র্যালি বাতিল করেছি। এর পরিবর্তে নগরীর স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে পুকুর, খাল আর নালা পরিষ্কার কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি।
আরও পড়ুনরিজভী বলেন, সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি’র নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে নালা পরিষ্কার করবেন। এসময় সাধারণ মানুষকেও অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন