ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

গাইবান্ধায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ বিতরণ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পলাশবাড়ী শাখার উদ্যোগে গাইবান্ধার সাদুল্লাপুরে প্রকাশ্যে কৃষি বিনিয়োগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৩৩৪ জন কৃষকের মাঝে মোট ২ কোটি ৫২ লাখ টাকা কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের নির্বাহী পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম আমজাদ হোসেন। এসময়  ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাদুল্লাপুর উপজেলার ব্যবসায়ী, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পলাশবাড়ী শাখার ব্যবস্থাপক এ এস এম রবিউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাখাওয়াত হোসেন বলেন, কৃষিতে উপযুক্ত সময়ে বিনিয়োগ বিতরণ, বিনিয়োগের সঠিক ব্যবহার, রেয়াতি ৪% মুনাফায় শস্য চাষে বিনিয়োগ গ্রহণ এবং সময়মতো বিনিয়োগ দায় পরিশোধের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি তিনি স্থানীয় অন্যান্য ব্যাংকারদেরও কৃষি বিনিয়োগ বিতরণে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন

অনুষ্ঠানে বক্তারা রবিশস্য চাষে কৃষকদের আরও কম মুনাফা হারে কৃষি বিনিয়োগ প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

চীন থেকে দেশে ফিরেই নুরের খোঁজ নিতে ঢামেকে নাহিদ-সারজিস

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে অচেনা প্রাণির আক্রমণে ১১ জন আহত

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য- মাহমুদা হাবিবা