ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন ও পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান, সহকারী কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ, কমান্ডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) সুব্রত কুমার বালা, রাজশাহী বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ শাহ আলম খান, ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ ফয়জুল হক শরীফ ও রাজশাহী অঞ্চলের অঞ্চল প্রধান মোঃ সাজেদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, সমাজের উন্নয়নের পাশাপাশি নিজেদের বাঁচাতে পরিবেশ সংরক্ষণে আমাদের আরও সচেতন হতে হবে। এক্ষেত্রে বৃক্ষরোপণ কর্মসূচি ও সেচ্ছাসেবী কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং বিনিয়োগ বাড়াতে হবে। তিনি বিদেশি গাছ বর্জন এবং দেশীয় গাছ রোপণের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া বৃক্ষরোপণের পাশাপাশি যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের উপর জোর দেন। 
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন বলেন, বৃক্ষ শুধু প্রকৃতির ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী নিশ্চিত করতেও সহায়ক। তিনি এ ধরনের মহৎ উদ্যোগের জন্য পূবালী ব্যাংককে ধন্যবাদ জানান।

 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিশুর গোপনাঙ্গ কেটে ফেলায় দু’জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার নন্দীগ্রামে যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ায় স্ত্রীর কাছে যৌতুক দাবি করায় স্বামীর জেল-জরিমানা

'নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক'

বগুড়ার শাজাহানপুরে ট্যাপেন্টাডলসহ কারবারি রবিউল ইসলাম গ্রেফতার

আলোচনা ফলপ্রসূ হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: মির্জা ফখরুল