ভিডিও শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

একবার লাগালে ফসল ওঠে ১৫-২০ বছর পান চাষে ঝুঁকছেন শাজাহানপুরের কৃষকরা 

ছবি : সংগৃহীত,একবার লাগালে ফসল ওঠে ১৫-২০ বছর পান চাষে ঝুঁকছেন শাজাহানপুরের কৃষকরা 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় ৭ একর জমিতে ব্যাপকভাবে পান চাষ হচ্ছে। একবার চারা লাগালে ফসল ওঠে একটানা ১৫ থেকে ২০ বছর। সারা বছর ধরেই ফসল তোলা যায়। তাই শস্য ও সবজির পাশাপাশি পান চাষে ঝুঁকেছেন শাজাহানপুরের কৃষকেরা। 
 
আড়িয়া ইউনিয়নের আড়িয়া পালপাড়া, রহিমাবাদ, কাটাবাড়িয়া, বারআঞ্জুল, বামুনিয়া চাঁদবাড়িয়া, ফকিরপাড়া, কামারপাড়া, টুনিপাড়া, জামালপুর, সোনাকানিয়া, জামুন্না নতুনপাড়া সহ উপজেলার বেশ কিছু এলাকায় পান চাষ হচ্ছে। উৎপাদিত পান পাইকারি দরে আড়িয়া বাজারে বিক্রি হয়। পাইকাররা সরাসরি চাষিদের কাছ থেকে পান কিনছেন।
 
এভাবে ছড়িয়ে পড়ছে পুরো উপজেলার হাট-বাজারে। ফলে পান বেচা নিয়ে কৃষকদের বাড়তি ঝামেলা পোহাতে হয় না। ন্যায্যমূল্যও পাচ্ছেন তারা। উপজেলার বারআঞ্জুল চাঁদবাড়িয়া এলাকার পান চাষি আলহাজ্ব মজিবর রহমান জানান, শস্য কিংবা সবজির তুলনায় পান চাষে প্রাথমিক খরচ কিছুটা বেশি। তবে একবার পানের বরজ তৈরি করা হলে এবং উপযুক্ত পরিচর্যা করলে তা ১৫ থেকে ২০ বছর ফসল দেয়। সারা বছর ফসল তোলা যায়। ফলে খরচ বেশি হলেও তা সহজেই পুষিয়ে যায়। তিনি আরও বলেন, বিয়েসহ সামাজিক নানা অনুষ্ঠানে পান অপরিহার্য একটি উপাদান। এছাড়া অতিথি আপ্যায়ন কিংবা ধর্মীয় আচার-অনুষ্ঠানেও পান ব্যবহৃত হয়। চাঁদবাড়িয়া গ্রামের তরুণ পান চাষি আবু বকর জানান, পান চাষের ক্ষেত্রে প্রধান কাজ হলো বরজ তৈরি করা। এই বরজ পান গাছকে রোদ-বৃষ্টি থেকে রক্ষা করে।
 
বরজ তৈরিতে দরকার হয় বাঁশের শলাকা ও ছন জাতীয় খড়। স্থানীয় ভাবে বাঁশ পাওয়া গেলেও ছন খড় আনতে হয় যমুনা বিধৌত সারিয়াকান্দি, ধুনট এবং চলনবিল এলাকা থেকে। এতে বেশ খরচ হয়।  এছাড়া নিয়মিত আগাছা পরিষ্কার করা, সেচ দেওয়া, সার প্রয়োগ, লতার ডগা ছাঁটাই, প্রাকৃতিকভাবে ছায়া দেওয়া, লতাগুলিকে খুঁটিতে বেঁধে দেওয়াসহ পোকামাকড় ও রোগ নিয়ন্ত্রণে বিশেষ নজর রাখতে হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন জানান, পান একটি সম্ভাবনাময় ও লাভজনক ফসল। পান চাষের মাধ্যমে তরুণ কৃষি উদ্যেক্তারা আর্থিক ভাবে সাবলম্বী হতে পারে। তাই পান চাষ সম্প্রসারণে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে উপজেলা কৃষি বিভাগ।  
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় নারীর প্রলোভন দিয়ে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি

আগামীকাল বগুড়ায় গাইবেন শ্রাবণী সায়ন্তনী

‘দেয়াল’ দিয়ে মঞ্চে ফিরলেন চুমকি

উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা

ফাহমিদা নবী’র ‘মেঘলা আকাশ’

ঠাকুরগাঁওয়ে ‘দয়াল বাবা’র অনুসারীর জানাজা নিয়ে দিনভর টানাপোড়েন