বগুড়ার নুরের ওপর হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : গণঅধিকার পরিষদের সভাপতি নুরের ওপর হামলার প্রতিবাদে শেরপুর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ শেরপুর উপজেলা শাখা।
আজ শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বাসস্ট্যান্ড শেরশাহ নিউ মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা শাখার ধর্মবিষয়ক সম্পাদক ইউসুফ আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ডা. মেহেরুল আলম মিশু। তিনি বলেন, নুরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে হবে। অন্যথায় সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
আরও পড়ুনএসময় আরও বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এমআর বায়েজিদ শাহাদত, উপজেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রিপন মাহমুদ, সদস্য সচিব রাজু আহমেদ ভুট্টু, জেলার শ্রমবিষয়ক সম্পাদক শাখা আব্দুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন