নুরের ওপর হামলার প্রতিবাদে
নুরের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার : গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতাদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বগুড়া জেলা গণঅধিকার পরিষদ’র আয়োজনে আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরের দিকে শহরের সাতমাথায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতা খোরশেদ আলম, এমএসএ মাহমুদ, জেলা সভাপতি নুরুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক ডা. মেহেরুল আলম মিশু, যুব অধিকারের সাবেক সভাপতি এসকে সুমন হাসান প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীরা হামলা চালায়।
এতে ভিপি নুর, বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান পলাশসহ শতাধিক নেতাকর্মী আহত হন। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা গণতন্ত্রের জন্য হুমকি।
আরও পড়ুনঅবিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভিপি নূরের কিছু হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মন্তব্য করুন