ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

 ঢাবির মেধাবীর মিলের পরিচালক তাওহীদ ডাকসুর সমাজসেবা সম্পাদক পদে প্রার্থী

 ঢাবির মেধাবীর মিলের পরিচালক তাওহীদ ডাকসুর সমাজসেবা সম্পাদক পদে প্রার্থী, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি: অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো প্রতিষ্ঠান ‘মেধাবীর মিলের পরিচালক মো. তাওহীদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ২০১৯-২০ সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী এবং শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।

বিশ্ববিদ্যালয় জীবনে অনেক মেধাবী শিক্ষার্থীই পারিবারিক আর্থিক সংকটে ভোগেন। নিয়মিত খাবার কেনার সামর্থ্য থাকে না তাদের। তাওহীদের উদ্যোগে গড়ে ওঠা “মেধাবীর মিল” সেই শিক্ষার্থীদের জন্য আশার আলো হয়ে দাঁড়িয়েছে। তার নেতৃত্বে এই উদ্যোগ থেকে প্রতি মাসে প্রায় ২০-৩০ জন শিক্ষার্থী খাবারের খরচে সহায়তা পান।

শুধু খাবার নয়, আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উৎস থেকে বৃত্তির ব্যবস্থাও করে দেন তিনি। ভর্তি ফি, পরীক্ষার ফি ও আনুষঙ্গিক খরচ মেটাতেও সহায়তা করেছেন অসংখ্য শিক্ষার্থীকে।

করোনা মহামারীর সময়ে তাওহীদ শুধু শিক্ষার্থীদের নয়, সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের পাশেও দাঁড়ান। ওই সময়ে তিনি ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য ও পোশাক বিতরণ করেন। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করে দেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ক্যাম্পাসের ভেতরে ও বাইরে মানবিক উদ্যোগের জন্য পরিচিত হয়ে ওঠেন।

ডাকসুর সমাজসেবা সম্পাদক পদে লড়াইয়ের কারণ জানিয়ে তাওহীদ বলেন, “অনেকদিন ধরেই আমি শিক্ষার্থীদের পাশে কাজ করছি। প্রায় প্রতি মাসেই এমন শিক্ষার্থী পাই যাদের খাওয়ার টাকাও থাকে না। আমি চেষ্টা করি তাদের সাহায্য করতে। এবার সমাজসেবা সম্পাদক পদে দাঁড়িয়েছি কারণ আমি চাই বৃহত্তর প্ল্যাটফর্ম থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করতে। আশা করি শিক্ষার্থীরা যোগ্য নেতৃত্বকেই বেছে নেবে।”

আরও পড়ুন

তাওহীদ বিশ্বাস করেন, ডাকসুতে নির্বাচিত হলে তার উদ্যোগ আরও বিস্তৃতভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। তিনি বলেন, “ডাকসুর মাধ্যমে আমরা যদি তহবিল তৈরি করতে পারি, তাহলে কোনো শিক্ষার্থী যেন অভাবে পড়াশোনা বন্ধ করতে না হয়। আমি শুধু শিক্ষার্থীদের পাশে থাকতে চাই।”

তার এই উদ্যোগ ইতোমধ্যেই অনেক শিক্ষার্থীর দৃষ্টি কাড়ছে। মেধাবীর মিলে সহায়তা পাওয়া এক শিক্ষার্থী বলেন, “তাওহীদ ভাই আমাদের মতো অসহায় শিক্ষার্থীদের সত্যিকারের ভরসা। মাসের শেষে অনেক সময় খাবার কেনার টাকাও থাকে না। তখন তিনি যেভাবে সাহায্য করেন তা আমাদের জন্য বড় সহায়তা।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত তাওহীদুল ইসলাম এখন সমাজসেবা সম্পাদক পদে লড়ছেন। শিক্ষার্থীরা মনে করছেন, তার বাস্তব অভিজ্ঞতা ও উদ্যোগ ডাকসুর সমাজসেবা সম্পাদক পদে তাকে ভিন্নমাত্রায় শক্তিশালী প্রার্থী হিসেবে তুলে ধরছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

দোকান ঘরে অনলাইন জুয়া খেলার আসর, ভ্রাম্যমাণ আদালতে দু’জনের কারাদন্ড

মন খারাপ হলে যা করবেন

একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে সিলিকা কারখানায় ডাকাতি : ডাকাত চক্রের পাঁচ সদস্যসহ গ্রেফতার ৬ 

তিন মাস পর ফের সোমবার উন্মুক্ত হচ্ছে সুন্দরবন