ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের ১০ দফা ইশতেহার ঘোষণা

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের ১০ দফা ইশতেহার ঘোষণা, ছবি: দৈনিক করতোয়া ।

ঢাবি প্রতিনিধি: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা পৌনে একটার দিকে অপরাজেয় বাংলার বটতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন প্যানেলের ভিপি (সহ-সভাপতি) পদপ্রার্থী মো. আবিদুল ইসলাম খান।ছাত্রদল প্যানেলের ইশতেহারে শিক্ষা, গবেষণা, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূলসহ নানা বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

কয়েকটি ইশতেহার হলো:

১. আধুনিক ও নিরাপদ ক্যাম্পাস:
শিক্ষা ও গবেষণাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আধুনিক, আনন্দময়, বসবাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা। গেস্টরুম-গণরুম সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ করে শিক্ষার্থীদের জন্য সম্প্রীতিমূলক পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করা হয়।
এ লক্ষ্যে “শিক্ষার্থী সুরক্ষা সেল” গঠন, ২৪ ঘণ্টার ইমার্জেন্সি হেল্পলাইন চালু, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং রাতের আলো জ্বালানো নিশ্চিত করার ঘোষণা দেওয়া হয়।

২. আবাসন ও হল সংস্কার:
ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়। প্রতিটি শিক্ষার্থীর জন্য ভর্তির দিন থেকেই একটি সিট ও পড়ার টেবিল নিশ্চিত করতে নতুন হল নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়।
এছাড়া আবাসিক হলগুলোতে অছাত্র অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধকরণ, মাদকসেবী ও বহিরাগতদের প্রতিরোধে বিশেষ সেল গঠন এবং মশা ও ছারপোকার দৌরাত্ম্য রোধে কার্যকর পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন

৩. নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধি:
নারী শিক্ষার্থীদের পোশাকের স্বাধীনতা, যৌন হয়রানি প্রতিরোধ এবং সর্বোচ্চ সামাজিক মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রতিটি হলে বিশ্ববিদ্যালয়ের ভর্তুকিতে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপন এবং নারী পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের আশ্বাস দেওয়া হয়।

এছাড়া মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক নারী চিকিৎসক নিয়োগ, প্রতিটি নারী হলে স্বাস্থ্যসেবা ইউনিট চালু এবং নারী শিক্ষার্থীদের জন্য সান্ধ্য আইন বিলোপ করে প্রবেশ-প্রস্থানের সময়সীমা সহজীকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়।

অনাবাসিক নারী শিক্ষার্থীদের যৌক্তিক কারণে হলে রাতযাপনের সুযোগ, গ্র্যাজুয়েট নারী শিক্ষার্থীদের জন্য স্বল্প খরচে হোস্টেল নির্মাণ এবং নারী উদ্যোক্তাদের সহায়তায় ‘নারী উদ্ভাবন ও উদ্যোক্তা তহবিল’ গঠনের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান বলেন, “আমাদের লক্ষ্য একটি ভয়মুক্ত, আধুনিক ও গবেষণাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা। ডাকসু যেন শুধু রাজনীতির কেন্দ্র না হয়ে শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎ গঠনের প্ল্যাটফর্ম হয়, সে জন্যই এই ১০ দফা ইশতেহার ঘোষণা করা হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

মামলা ও নির্যাতনেও হাসিনার কাছে মাথানত করিনি: এ্যানি

আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু

ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই দেশটাকে উপহার দিয়েছেন: নুর

ফিলিস্তিন রাষ্ট্র হবে না : ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

আমাদের সারের কোনো সংকট নেই : কৃষি সচিব