ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্রে সেনা মোতায়েনকে সন্দেহজনক বললেন উমামা ফাতেমা

সন্ধ্যায় মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে উমামা ফাতেমা ।

ঢাবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোট গণনার সময় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে ‘সন্দেহজনক ও অগণতান্ত্রিক’ বলে মন্তব্য করেছেন ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা।

তিনি বলেন, “প্রার্থীদের মতামত ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সেনাবাহিনীর উপস্থিতি চাই না।”

আজ বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

উমামা ফাতেমা নির্বাচনী প্রচারণার সময় বৃদ্ধি করার আহ্বান জানান। তিনি দৃশ্যমান প্রচারণা সীমিত করায় অসন্তোষ প্রকাশ করে বলেন, “যদি দৃশ্যমান প্রচারণা চালানো না যায়, তাহলে কীভাবে ৪০ হাজার শিক্ষার্থীর কাছে প্রার্থীরা নিজেদের পরিচিত করবেন?”

আরও পড়ুন

তিনি অভিযোগ করে বলেন, পরীক্ষার সময় ভোটের তারিখ নির্ধারণ করায় শিক্ষার্থীদের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ কমে গেছে। “আমরা চাই, শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে এবং একইসঙ্গে নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়,” যোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উমামা অভিযোগ করেন, নারী প্রার্থীরা নিয়মিত বুলিংয়ের শিকার হচ্ছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও দাবি করেন তিনি। ভোট গণনা ও ফল ঘোষণায় বিলম্ব হলে কারচুপির সুযোগ তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। “

ভোট শেষে তাৎক্ষণিকভাবে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করতে হবে। নইলে রাজনৈতিক সংগঠনগুলো ফলাফল পরিবর্তনের চেষ্টা করবে,” বলেন উমামা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় হাঁটু পানি মাড়িয়ে শিশুদের স্কুলে যাতায়াত

কুড়িগ্রামের রাজারহাটে জুয়ার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার

নওগাঁর ধামইরহাট সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে আটক ২

বৃহস্পতিবার সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

বগুড়ার ধুনটে যমুনার চরের ঘাসে বেচে শতাধিক পরিবারের সংসার চলে

বগুড়ার শাজাহানপুরে বেলজিয়াম কাঠের ছায়াযুক্ত বাগানে ২ হাজার বস্তা আদা চাষ