ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

ইসরায়েলি হামলায় হুতি প্রধানমন্ত্রী নিহত

ইসরায়েলি হামলায় হুতি প্রধানমন্ত্রী নিহত

ইয়েমেনের রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় ইরান-সমর্থিত হুতিদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২৯ আগস্ট)  স্থানীয় সংবাদমাধ্যম আল-জুমহুরিয়া টেলিভিশনের বরাতে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাহাভির সঙ্গে তার বেশ কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, এ হামলাটি ছিল সানার বাইরে হুতি সরকারের প্রতিরক্ষামন্ত্রীসহ প্রায় ১০ শীর্ষ মন্ত্রীর ওপর চালানো আরেকটি আক্রমণের বাইরে আলাদা অভিযান। ওই বৈঠকে হুতি নেতা আবদুল মালিক আল-হুতির ভাষণ শোনার কথা ছিল।সেই হামলার ফলাফল এখনো পরিষ্কার নয়।

আরও পড়ুন

ইসরায়েলি চ্যানেল কান জানায়, এক বছর ধরে প্রধানমন্ত্রী পদে ছিলেন রাহাভি, তবে আন্তর্জাতিক স্বীকৃতি পাননি তিনি। অন্যদিকে এন টুয়েলভের খবরে বলা হয়, তিনি ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি অনুমোদন দিয়েছিলেন ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের।

আরব গণমাধ্যমগুলো জানায়, প্রায় ১০ দফা হামলা চালানো হয়েছে ইয়েমেনের সানায়। ইয়েমেনি সূত্রের বরাতে কান আরও জানায়, প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরেও হামলা চালিয়ে হত্যা করা হয়েছে হুতি সরকারের কয়েকজন নেতাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউতে নুর

নুরের ওপর হামলা: সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা গণঅধিকার পরিষদের

আহত নুরকে দেখতে এসে তোপের মুখে আসিফ নজরুল, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গ্রেপ্তার দাবি করল জামায়াত

প্রতিবাদ জানালেন আসিফ নজরুল, হাসনাত বললেন 'ভণ্ডামি বাদ দেন'

নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, জাপা নিষিদ্ধের দাবি