ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বিজেপি-কংগ্রেসের সংঘর্ষ

মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বিজেপি-কংগ্রেসের মারামারি

ভরতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার মায়ের বিরুদ্ধে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় আপত্তিকর ভাষা ব্যবহারের প্রতিবাদে বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাটি বিহারের আসন্ন নির্বাচনের আগে ঘটেছে।

একটি ভিডিওতে দেখা গেছে, দুই দলের বিপুল সংখ্যক কর্মী নিজেদের দলের পতাকা নিয়ে একে অপরের ওপর আক্রমণ করছে।

বিজেপি নেতা নিতিন নবীন বলেছেন, তারা কংগ্রেসকে উপযুক্ত জবাব দেবেন।

তিনি বলেন, বিহারের প্রতিটি সন্তান একজন মায়ের প্রতি অপমানজনক মন্তব্যের জন্য কংগ্রেসকে উচিত শিক্ষা দেবে। আমরা এর প্রতিশোধ নেবো।

জবাবে কংগ্রেস কর্মী ড. আশুতোষ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, উপযুক্ত জবাব দেওয়া হবে। সরকারের মদদে এই ঘটনা ঘটছে। নীতীশ কুমার ভুল করছেন।

আরও পড়ুন

গতকাল একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল, যেখানে দেখা যায় কংগ্রেসের পতাকা পরা এক ব্যক্তি ভোট চুরির প্রতিবাদে আয়োজিত এক সমাবেশ থেকে মোদীর বিরুদ্ধে হিন্দি ভাষায় আপত্তিকর গালি ব্যবহার করছেন। এই ঘটনার পর বিজেপি মামলা দায়ের করে এবং কংগ্রেসের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায়। একই সঙ্গে এই ঘটনার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধেও পাটনায় একটি মামলা করা হয়।

এর আগে দারভাঙ্গা পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীকে গালি দেওয়া সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ এক্স' প্ল্যাটফর্মে এক পোস্টে লিখেছে, উক্ত মামলায় সিমরি থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং একজন অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

আইসিইউতে নুর

নুরের ওপর হামলা: সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা গণঅধিকার পরিষদের

আহত নুরকে দেখতে এসে তোপের মুখে আসিফ নজরুল, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গ্রেপ্তার দাবি করল জামায়াত

প্রতিবাদ জানালেন আসিফ নজরুল, হাসনাত বললেন 'ভণ্ডামি বাদ দেন'