ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

টিকিটের দুর্বৃত্তায়নে আত্মসাৎ হয়েছে হাজারো কোটি টাকা: উপদেষ্টা বশির

ছবি : সংগৃহীত,টিকিটের দুর্বৃত্তায়নে আত্মসাৎ হয়েছে হাজারো কোটি টাকা: উপদেষ্টা বশির

বিমানের টিকিটের দাম নিয়ে দুর্বৃত্তায়ন বন্ধে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে আশ্বস্ত করেছেন বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে কথা বলেন।

আরও পড়ুন

উপদেষ্টা বশির উদ্দিন বলেন, বিমানের টিকেট নিয়ে নৈরাজ্য সামগ্রিকভাবে ঠেকাতে চাই। ট্রাভেল এজেন্সি, সংস্থা, সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। টিকেটের গায়ে দাম, তারিখ ও নাম থাকতে হবে।
 
টিকিটের দুর্বৃত্তায়নের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাৎ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, টিকিট বিক্রি নিয়ে দুর্বৃত্তায়ন একদিনে হয়নি। দীর্ঘদিন ধরে চলছে। একদল সাধু মানুষ এভাবে হাজার হাজার কোটি আত্মসাৎ করেছে। এ জন্য কিছু জরিমানা করে না, গোড়া থেকে সমাধান করতে চাচ্ছি।
 
ট্রাভেল এজেন্ট, জনশক্তি রফতানিকারকদের মধ্যে শৃঙ্খলা আনার কাজ চলছে জানিয়ে তিনি আরও বলেন, ‘নিবন্ধিত ট্রাভেল এজেন্ট ৫ হাজারের মতো। ২০ হাজারের মতো অনিবন্ধিত ট্রাভেল এজেন্ট আছে। কিন্তু পান দোকানদারও, ট্রাভেল এজেন্ট। যে জনশক্তি রফতানির ব্যবসা করছে, সে টিকিটও বিক্রি করছে। এসবের মধ্যে শৃঙ্খলা আনার কাজ চলছে।’
 
এ অবস্থায় লাইসেন্স বাতিল ও কারাদণ্ডের বিধান আছে, প্রয়োজনে তা প্রয়োগ করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
 
এ সময় প্রয়োজনে ওপেন টেন্ডারের মাধ্যমে এয়ারপোর্টের থার্ড টার্মিনাল ম্যানেজমেন্টে বিদেশি কোম্পানি নিয়োগ দেয়া হবে বলেও জানান বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ

ডাকসু নির্বাচনে পোস্টার-ব্যানার নিয়ে কঠোর নির্দেশনা

কুড়িগ্রামের উলিপুর পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

যন্ত্র যখন যন্ত্রণাদায়ক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাত কেজি বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার

লালমনিরহাটে পোস্ট পেইড মিটারের দাবিতে গ্রাহকদের বিদ্যুৎ অফিস ঘেরাও