সিরাজগঞ্জের তাড়াশে বিধবার বাড়িতে চুরি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে এক বিধবার বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরের দল ওই বাড়ি থেকে স্বর্ণ-টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন, তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো: জিয়াউর রহমান।
গত সোমবার রাতের কোন এক সময়ে চুরির এ ঘটনাটি ঘটে তাড়াশ সদর ইউনিয়ন বোয়ালিয়া গ্রামের দক্ষিণ পাড়া মৃত সোনা উল্লার বাড়িতে। ভুক্তভোগী বলেন, আমার মেয়ে মাহমুদা খাতুন চাকরি ও ছেলের পড়াশোনা নিয়ে ঢাকায় অবস্থান করায় বাড়িটি তালা বদ্ধ থাকে। এ সুযোগে বাসা ফাঁকা পেয়ে চোরের দল ঘরের জানালার গ্রীল ও সেলিং ভেঙে ঘরে ঢুকে আলমিরা, ট্রাংক, ড্রয়ারের তালা ভেঙে ৭০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার ও বিভিন্ন আসবাবপত্র সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
আরও পড়ুনওই সময় তারা ঘরের অন্যান্য জিনিসপত্র তছনছ করে ফেলে রেখে গেছে। বাড়িটি তালা বদ্ধ রেখে ঢাকায় অবস্থান করায় এ চুরির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। তাড়াশ থানা অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান বলেন, চুরির ঘটনায় অজ্ঞাত আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন