সাদা পাথর হরিলুটে জড়িদের কোনো ছাড় নয়: জনপ্রশাসন সচিব
_original_1755862747.jpg)
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেছেন, ‘সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথরে শুধু লুটপাটই নয়, ঘটেছে হরিলুট। এ ঘটনায় জড়িতরা যত বড় দল বা প্রশাসনেরই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।
আজ শুক্রবার (২২ আগস্ট) সকালে সাদাপাথর এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
ড. মো. মোখলেস উর রহমান বলেন, ‘সাদাপাথরসহ দেশের অন্যান্য পর্যটনকেন্দ্রকে ঘিরে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হবে। পাশাপাশি এখানে সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরা বসানো হবে।
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি সাদাপাথর এলাকা ঘুরে দেখে। জনপ্রশাসন সচিবের নেতৃত্বে থাকা কমিটিতে ছিলেন খনিজসম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম। পরেনতারা স্থানীয় প্রশাসন ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন।
মন্তব্য করুন