আকাশে উড়ে গেলেন চীনা নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক: হঠাৎ আসা বাতাসে এক ব্যক্তি উড়ে গেলেন সাড়ে আট হাজার মিটারের বেশি উচ্চতায়। প্যারাগ্লাইডারে চড়ে একেবারে মেঘের রাজ্যে পৌঁছে গিয়েছিলেন চীনা নাগরিক পেং ইউজিয়াং ।
চলতি বছরের ২৪ মে দুর্ঘটনাবশত ৮ হাজার ৫০০ মিটার ওপড়ে উড়ে গিয়েছিলেন তিনি। সেখানে অক্সিজেন ছিল না, তাপমাত্রা ছিল মাইনাস ৪০ ডিগ্রি। কিলিয়ান পর্বতে প্যারাগ্লাইডারের নতুন যন্ত্রপাতি পরীক্ষা করছিলেন তিনি। আচমকা আসা ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ ‘ক্লাউড সাক’ তাকে ওপরে উড়িয়ে নেয়।
আরও পড়ুনএক ঘণ্টার বেশি সময় আকাশে উড়ে নিরাপদে নেমে আসতে সক্ষম হন তিনি। তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
মন্তব্য করুন