কুড়িগ্রাম- ১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী একাধিক, জামায়াতে ইসলামী মাঠে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার সর্ব উত্তরে ভারতীয় সীমান্ত ঘেঁষা নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার ২৫ টি ইউনিয়ন, একটি পৌরসভা ও একটি পুলিশ স্টেশন নিয়ে গঠিত ২৫ কুড়িগ্রাম-১ আসন। ২০২৩ সালের তথ্যানুযায়ী এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৯ হাজার ১৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ২৬৭ , নারী ভোটার ২ লাখ ৬৫ হাজার ৮ ৯৭ জন এবং হিজরা ভোটার ৩ জন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, ড্যাব নেতা ও জেলা বিএনপির সদস্য ডাঃ ইউনুছ আলী, বিএনপির নাগেশ্বরী উপজেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা।
জামায়াতের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম। দীর্ঘদিন আগে থেকেই জামায়াতের প্রার্থী ঘোষণা করায় তিনি গোটা নির্বাচনী এলাকায় এক দফা গণসংযোগ শেষ করেছেন। বিভিন্ন মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি ওয়ার্ড পর্যন্ত তারা পথসভা, জনসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জনসংযোগের ক্ষেত্রে সব দলের চেয়ে এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী।
আরও পড়ুনএ আসনটি মূলত জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ১৯৯৬,২০০১,২০০৮,২০১৪ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাপা প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান জয়লাভ করেছিলেন। জাতীয় পার্টি নির্বাচনের সুযোগ পেলে এ আসনে তিনি পার্টির একক সম্ভাব্য প্রার্থী বলে স্থানীয়রা মনে করছেন। রাজনৈতিক পরিবেশ অনুকূল না হওয়ায় এখন জাতীয় পার্টির নেতাকর্মীরা ঘাপটি মেরে নিশ্চুপ রয়েছেন।
এছাড়া গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী বিন ইয়ামিন মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য প্রার্থী হারিসুল বারী রনি এবং জাকের পার্টির সম্ভাব্য প্রার্থী হিসাবে আব্দুল হাই মাস্টার রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাকের পাটির্র স্থানীয়ভাবে পরিচিতি এবং তাদের নির্দিষ্ট সংখ্যক ভোটার থাকলেও গণঅধিকার পরিষদের তেমন কোন প্রচারণা লক্ষ্য করা যায়নি। এনসিপি উপজেলা কমিটি গঠন করলেও এখনও এ আসনে প্রার্থী নির্বাচন করা হয়নি বলে তারা জানিয়েছেন।
মন্তব্য করুন