বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল ঘোষণা নেদারল্যান্ডসের
_original_1755691792.jpg)
স্পোর্টস ডেস্কঃ দরজায় কড়া নাড়ছে এশিয় কাপ। আগামী মাসেই মাঠে গড়াবে এ টুর্নামেন্ট। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্টে লড়াই করতে নামার আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এ সিরিজের টাইগারদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাচদের বিপক্ষে ম্যাচগুলো। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। আসন্ন এ সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে ডাচরা।
এদিকে ডাচদের বিপক্ষে এ সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ। এশিয়া কাপের জন্য আগেই ২৫ সদস্যের প্রাথমিক দল দিয়েছিল বিসিবি। সেই দল থেকেই আসন্ন সিরিজ ও এশিয়া কাপের দল দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুনবাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডস দল:
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, নোয়াহ ক্রুস, সাকিব জুলফিকার, রায়ান ক্লাইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল ও ফ্রেড ক্লাসেন।
মন্তব্য করুন