ব্যাট হাতে ব্যর্থ সাকিব, ম্যাচ জিতে শীর্ষে অ্যান্টিগা

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শুরুটা ভালো হয়নি তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের। তবে শুরুর ধাক্কা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের দল।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৮ রানে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় জয় পেয়েছে অ্যান্টিগা। এই জয়েই পয়েন্ট তালিকার শীর্ষে তুলেছে সাকিবের দলকে।
শেষ ওভারে ত্রিনবাগোর প্রয়োজন ছিল ১৪ রান। প্রথম বলে ১ রান নিয়ে মারকুটে পোলার্ডকে স্ট্রাইক দিলেন নাথান এডওয়ার্ড। এরপর টানা চার বলে একটি রানও দেননি অ্যান্টিগার বোলার শামার স্প্রিঙ্গার। শেষ বলে একটি চার মারতে পেরেছেন শুধু টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম বিস্ফোরক ব্যাটার পোলার্ড। এতে ত্রিনবাগোকে ১৫৯ রান থামিয়ে ৮ রানে ম্যাচ জেতে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা।
দলের জয়ের দিনেও ব্যাট হাতে আবারও ব্যর্থ সাকিব আল হাসান। প্রথম তিন ম্যাচে ২৪ রান করা টাইগার অলরাউন্ডার আজ ফিরেছেন ১৩ বলে ৭ রান করে। তবে বল হাতে পেয়েছেন সাফল্য। করেছেন ১ ওভার, সেই ওভারে মাত্র ২ রান দিয়ে তুলে নিয়েছেন ড্যারেন ব্রাভোর উইকেট।
আরও পড়ুনঘরের মাঠে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৭ রান তোলে সাকিবের দল। অধিনায়ক ইমাদ ওয়াসিম ২৭ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। ফ্যাবিয়ান অ্যালেন দ্রুত গতিতে তোলেন ৪৫ রান (২০ বল)।
রান তাড়ায় ত্রিনবাগোর হয়ে ১৮ বলে সর্বোচ্চ ৪৪ রান করেছেন ওপেনার কলিন মানরো। দ্বিতীয় সর্বোচ্চ রান পোলার্ডের, তিনি করেন ২৮ বলে অপরাজিত ৪৩। অ্যান্টিগা অ্যান্ড বারবুডার পেসার ওবেদ ম্যাকয় ৩৯ রানে ৪ উইকেট শিকার করে হন ম্যাচসেরা।
মন্তব্য করুন