ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আবু সাঈদ (৪৬) নামে ইউনিয়ন বিএনপি নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সঙ্গী আমিনুল রহমান ওরফে রিপন হাজী (৪৭)। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার খড়িয়া পাথরঘাটা দুর্গামন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহর থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলাগাছে ধাক্কা খেয়ে পরে যান দুজন। ঘটনাস্থলেই মারা যান আবু সাঈদ। নিহত আবু সাঈদ সদর উপজেলা রাজাগাও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। গুরুতর আহত রিপনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুনরুহিয়া থানার ওসি এ.কে.এম নাজমুল কাদের বলেন, আবু সাঈদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন