ভিডিও মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২৯ জনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২৯ জনের বিরুদ্ধে মামলা, ছবি : দৈনিক করতোয়া

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় দু’টি পয়েন্টের ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার সাপমারা ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. আবুল হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। বালু উত্তোলনের পয়েন্ট দু’টি হলো চকরহিমাপুর ও নরেঙ্গাবাদ মেরী।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে দায়ের করা মামলায় আসামিরা দীর্ঘদিন ধরে দেশের প্রচলিত ভূমি আইন লঙ্ঘন করে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এদের কারো কারো নামে গোাবিন্দগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। তারপরে আসামিরা অবৈধভাবে ড্রেজারসহ অন্যান্য মেশিন ব্যবহার করে করতোয়া নদী থেকে বালু উত্তোলন অব্যহত রাখে। এতে নদী পাড়ের ফসলি জমি বাড়ি, রাস্তা-ঘাট, সরকারি স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে।

গত শনিবার রাতে সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জমান পুলিশ ও ভূমি অফিসের কর্মকর্তাদের সাথে নিয়ে চকরহিমাপুর ও নরেঙ্গাবাদের মেরী এলাকা অভিযান পরিচালনায় গিয়ে বালু উত্তোলন ও নদী ভাঙণের এর সত্যতা পান। এর প্রেক্ষিতে সহকারী কমিশনার মোবাইল কোর্ট পরিচালনার প্রস্তুতি নিলে বালুু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

আরও পড়ুন

পরে তিনি পয়েন্ট দু’টির বালুুু উত্তোলনকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের নির্দেশ দিলে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই সন্তানকে নিয়ে হাসপাতালে ভর্তি পরীমনি

ডাকসু নির্বাচন:  প্যানেল ঘোষণা করলো ছাত্রসংগঠনগুলো

বগুড়ার সোনাতলায় হাট-বাজারে প্রচুর আমন ধানের চারার আমদানি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বগুড়ায় ১৯ শিক্ষার্থীকে বৃত্তি দিলেন পুলিশ সুপার

চাঁপাইনবাবগঞ্জে কৃষক হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন