ভিডিও মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে ১০ কার্যদিবস সময় চাইলেন বেরোবি উপাচার্য

ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে ১০ কার্যদিবস সময় চাইলেন বেরোবি উপাচার্য। ছবি : দৈনিক করতোয়া

রংপুর জেলা প্রতিনিধি : ছাত্র সংসদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের শিক্ষার্থীদের প্রাণের দাবি। লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির স্থলে ছাত্র সংসদ একটি সুন্দরতম সমাধান। নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা তাদের সমস্যাগুলি চিহ্নিত করবেন এবং সমাধানে ভূমিকা পালন করবেন। ২০২৪ এর গণঅভ্যুত্থানের পরে ছাত্র সংসদের প্রয়োজনীয়তা আরো বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রশাসন ছাত্র সংসদের কাঙ্খিত নির্বাচনটা কবে ঘোষণা করবে।

নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবে। ছাত্র সংসদ গঠনের ব্যাপারে বর্তমান প্রশাসনও শিক্ষার্থীদের সাথে একমত। ছাত্রদের সমস্যাগুলো নিয়ে কথা বলার জন্য নির্বাচিত প্রতিনিধিরা বেরিয়ে আসুক তারা নেতৃত্ব দিক, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি বিশ্বাস করে। ছাত্র সংসদ সংবিধি বিদ্যমান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর আইন, ২০০৯ -এ নেই। আইনে না থাকায় বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণ করেই ১০৮তম সিন্ডিকেট সভায় ছাত্র সংসদ গঠনের উদ্যোগ নিয়েছে।

অন্যদিকে বিধি-বিধান প্রণয়ন, ও গেজেট প্রকাশ সম্পর্কিত কাজটি যেহেতু দু’এক দিনের মধ্যে করা কোনোভাবেই সম্ভব নয় এবং কাজটি যেহেতু চলমান রয়েছে, সেহেতু অনশন করে শিক্ষার্থীদের জীবন হুমকির মধ্যে ফেলে না দিয়ে ১০ কর্মদিবস সময় দিয়ে প্রক্রিয়াটির সাথে সহযোগিতা কামনা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক এহতেরামুল হক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র সংসদের নামে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া অর্থ সংরক্ষণের জন্য আলাদা একটি ব্যাংক হিসাব খোলা হয়েছে এবং সেখানে জমা রাখা হয়েছে। এই ব্যবস্থা আগে ছিল না। যাতে জমাকৃত টাকা শুধুমাত্র ছাত্র সংসদের জন্যই খরচ করা যায়- সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ছাত্র সংসদের গঠনতন্ত্র প্রণয়নের জন্য উপাচার্য একটি কমিটি গঠন করে দিয়েছিলেন।

আরও পড়ুন

কমিটির সদস্যগণ ৪টি বিশ্ববিদ্যালয় (ঢাবি, রাবি, চবি ও জাবি) থেকে গঠনতন্ত্র সংগ্রহ করে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং তিনটি আবাসিক হলের জন্য আলাদা করে ছাত্র সংসদের জন্য একটি গঠনতন্ত্র প্রস্তুত করেন। যা গত ১৪ মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বরাবর প্রেরণ করা হয়। গঠনতন্ত্রটি এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাধ্যমে গত ৩০ জুলাই গঠিত ৭ সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটির কাছে যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার মধ্যে আছে।

এখান থেকে শিক্ষা মন্ত্রণালয় হয়ে গঠনতন্ত্রটি মহামান্য রাষ্ট্রপতির বরাবর যাবে। নিয়ম অনুযায়ী এই গঠনতন্ত্রটি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনের পরে সরকারি গেজেট  আকারে প্রকাশিত হবে। তারপরই এটার আলোকে তফসিল ঘোষণা করা হবে। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিষয়টি ত্বরান্বিত করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক গঠিত উক্ত বিশেষজ্ঞ কমিটির সদস্যবৃন্দের সাথে উপাচার্যের একাধিকবার আলোচনা হয়েছে।

তারা নিশ্চিত করেছেন যে, জরুরিভাবে উদ্যোগ নিয়ে আগামী ১০ (দশ) কার্য দিবসের মধ্যেই খসড়া নীতিমালাটি যাচাই-বাছাই পূর্বক অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নিকট উপস্থাপন করবেন। এই কাজগুলোর সাথে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা করার পরে উপাচার্য শিক্ষার্থীদের সম্মুখে গিয়ে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, সেপ্টেম্বর মাসের মধ্যেই ছাত্র সংসদ নীতিমালা সম্পর্কিত সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একই সাথে অভিভাবক হিসেবে উপাচার্য শিক্ষার্থীদেরকে অনশন ভেঙ্গে খাবার গ্রহণ করার অনুরোধ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় হাট-বাজারে প্রচুর আমন ধানের চারার আমদানি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বগুড়ায় ১৯ শিক্ষার্থীকে বৃত্তি দিলেন পুলিশ সুপার

চাঁপাইনবাবগঞ্জে কৃষক হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার

জবি রেঞ্জার ইউনিটের দীক্ষা দান ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত