ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধ

বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধ

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে ৩৫ বছরের এক নারীর বাড়িতে অনশন করেছেন আবুল কাসেম মুন্সি নামে ৭৫ বছরের এক বৃদ্ধ।

বৃদ্ধ আবুল কাশেম মুন্সি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা মৃত আজাহার আলী মুন্সির ছেলে।

তিনি বলেন, আমার স্ত্রী বেশ কিছুদিন আগে মারা যাওয়ার পর বিয়ের জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখি। তারই ধারাবাহিকতায় প্রায় দুইমাস আগে ওই নারীর সঙ্গে দেখা হয়। বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন। সেই সুবাদে বিভিন্ন সময় আমার কাছ থেকে প্রায় ৩৫-৪০ হাজার টাকা নেন। কিন্তু কিছুদিন আগে থেকে হঠাৎ কোনো কারণ ছাড়া আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। আমি বাড়িতে আসতে চাইলে আমাকে ভুল ঠিকানা দেন। একপর্যায়ে আমি প্রায় ৪-৫ দিন খোঁজ করে শনিবার (১৬ আগস্ট) তার বাড়িতে যাই।

আরও পড়ুন

তিনি আরও বলেন, হয়তো আমার টাকা দিবে নয়তো আমাকে বিয়ে করবে। আমার সঙ্গে সে যে প্রতারণা করেছে আমি তার উপযুক্ত বিচারের দাবি জানাই।

এলাকাবাসী বলেন, ওই নারী বিভিন্ন পুরুষের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতিতে টাকা নিয়ে আত্মসাৎ করেন। আমরা তার শাস্তির দাবি জানাই। বিষয়টি টের পেয়ে তিনি আত্মগোপন করেন। পরে মুঠোফোনের মাধ্যমে বিষয়টি অস্বীকার করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে সিএনজি স্টেশনের দখল নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

তিস্তা নদীর ওপর স্বপ্নের ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন হচ্ছে আগামী বুধবার

রাজবাড়ীতে ভুয়া পু‌লিশ সদস্য আটক

সরষে পাবদা রেসিপি

নাটোরের সিংড়ায় বাবার হাতে মাদকাসক্ত ছেলে নিহত

ফরিদা ফারহানার কথায় বিটিভির ‘মালঞ্চ’তে গাইলেন তানজিনা রুমা