প্রতারণার মামলা
বগুড়ার আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান কালাম গ্রেফতার

স্টাফ রিপোর্টার : প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় বগুড়ার আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়ার শাজাহানপুরের নিশ্চিতপুর এলাকায় তার নির্মাণাধীন আমেনা ডেইরি ফার্মে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে, সেই মামলায় তিনি জামিনে রয়েছেন। গত কয়েক বছরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রজেক্ট, অনুদান এবং মানুষকে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ-বিত্তের মালিক হয়েছেন। বগুড়াসহ আবুল কালাম আজাদের নিজ জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জেও রয়েছে তার উল্লেখ্যযোগ্য পরিমাণ সম্পদ। ‘আমেনা ফাউন্ডেশন’সহ ‘আমেনা’ নামে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলে প্রতারণার ফাঁদে ফেলতেন মানুষকে, এরপর হাতিয়ে নিতেন অর্থ।
আরও পড়ুনবগুড়া সদর থানার এস আই নুরুজ্জামান জানান, বগুড়ার আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানামূলে তাকে আজ সকালে শাজাহানপুরের নিশ্চিতপুর এলাকায় তার নির্মাণাধীন আমেনা ডেইরি ফার্মে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজই তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন