ভিডিও বুধবার, ১৩ আগস্ট ২০২৫

সেলফি তুলতে চাওয়ায় ভক্তকে ঘুষি মারেন জয়া

সেলফি তুলতে চাওয়ায় ভক্তকে ঘুষি মারেন জয়া

অতিরিক্ত রাগের কারণে প্রায়ই খবরের শিরোনামে উঠে আসেন বলিউডের প্রবীণ অভিনেত্রী তথা রাজনীতিবিদ জয়া বচ্চন। কখনো ছবি শিকারিদের উদ্দেশে বলে ফেলেন কটু কথা, কখনো আবার ভক্তদের দেখলেই রেগে যান। এবারও তার ব্যতিক্রম হলো না, এমন কাণ্ড ঘটালেন যা দেখে উপস্থিত সবাই চমকে যান! 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি (তিনি নাকি একজন দলীয় কর্মী) অনুমতি ছাড়াই জয়া বচ্চনের সঙ্গে সেলফি নিতে এগিয়ে যান তার কাছে। ভক্তের সঙ্গে সেলফি তোলা তো দূর, এইভাবে অনুমতি ছাড়া কাছে আসতেই ভীষণভাবে রেগে যান জয়া।

এরপর নিজেকে সরিয়ে নিয়ে ওই ভক্তকে ঘুূষি মারেন জয়া বচ্চন। ঘটনার আকস্মিকতায় ওই ব্যক্তি নিজেও লজ্জা পেয়ে সরে যান। এরপর হাসিমুখেই জয়াকে ‘স্যরি’ বলেন। কিন্তু এতেও রাগ পড়েনি ধন্যি মেয়ের।

তিনি পাল্টা ওই ব্যক্তিকে বকাবকি করেন। উপস্থিত সবাই ভীষণভাবে অপ্রস্তুত হয়ে পড়েন গোটা ঘটনায়। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল। প্রবীণ অভিনেত্রীর নিন্দায় সরব নেটভুবনের একাংশ।

ঘটনাটি ঘটেছে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে, যেখানে জয়া বচ্চন একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জয়ার পাশাপাশি সেখানে উপস্থিত থাকতে দেখা যায় শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীকেও। ব্যাপারটা ঘটার পরেই জয়া স্বাভাবিক হলেও বাকিরা কিছুটা ইতস্তত বোধ করতে থাকেন।

আরও পড়ুন

ভিডিও ছড়িয়ে পড়তেই জয়ার এমন আচরণ নিয়ে আবার ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। ওই ব্যক্তির উদ্দেশেও অনেকে বলেন, ‘জয়া বচ্চনের ছবি তোলার কী প্রয়োজন ছিল?’ কেউ কেউ আবার জয়াকে ভীষণভাবে ‘দাম্ভিক’ বলে অভিহিত করেন।

সব মিলিয়ে নিজের মেজাজের জন্য আবারও খবরের শিরোনামে উঠে এলেন জয়া বচ্চন।

বিগত কয়েক মাসে জয়া বচ্চন বহুবার বহু মানুষের ওপর রেগে গিয়েছেন। স্ত্রীর এই ব্যবহারে লজ্জায় পড়তে হয় গোটা পরিবারকে। যদিও তাতে বিন্দুমাত্র মাথা ঘামাতে নারাজ অমিতাভ পত্নী। ছবি শিকারী থেকে সহকর্মী, জয়া বচ্চন কখন কার সঙ্গে কী ব্যবহার করে বসেন তা কেউ বলতে পারে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার মহিমাগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের ৬ নেতা গ্রেফতার

উত্তরাঞ্চলে নানা আয়োজনে করতোয়ার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বগুড়ার ধুনটে দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উদযাপন

বগুড়ায় ওয়ার্ড যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধর্ষণ মামলার আসামি গাজীপুর থেকে গ্রেফতার