ভিডিও মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

শামস করিমের দুই ধারাবাহিকে মোশাররফ করিম-মিম চৌধুরী

মোশাররফ করিম-মিম চৌধুরী

অভি মঈনুদ্দীন ঃ জনপ্রিয়, গুনী অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী মিম চৌধুরী প্রথম অভিনয় করেন ‘ভদ্রলোক’ নাটকে। এরপর তাদের অভিনীত দর্শক সমাদৃত নাটকগুলো হচ্ছে ‘হারামখোর’, ‘প্যানিক হাজব্যাণ্ড’,‘ বাদী যখন বেগম’,‘ বউ একটা প্যারা’ ইত্যাদি।

এবার মোশাররফ করিম ও মিম চৌধুরী একসঙ্গে একই পরিচালকের দুটি নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। দুটি নাটকই নির্মাণ করেছেন শামস করিম। একটি নাটকের নাম ‘রঙ্গিলা পুতুল’, আরেকটি নাটকের নাম ‘৭ কিলো ১ গ্রাম’। ‘রঙ্গিলা পুতুল’ নাটকটির রচয়িতা মানস পাল। ‘৭ কিলো ১ গ্রাম’ নাটকটির রচয়িতা জুয়েল এলিন। এরইমধ্যে দুটি নাটকেরই ধারাবাহিক নাটকের কাজ আপাতত শেষ হয়েছে। চলছে সম্পাদনার কাজ।

শিগগিরই নাটক দুটি দুটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে।

আরও পড়ুন

মোশাররফ করিম বলেন,‘ দুটি ধারাবাহিকের গল্প স্বাভাবিক ভাবেই দুটি ভিন্ন প্লটের। আর শামস করিম সবসময়ই ভীষণ যত্ন নিয়ে কাজ করে। এরইমধ্যে আমার বন্ধু শামীম জামানেরও একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। যেখানে আমি, শামীম, আখম হাসান, জুঁই’সহ আরো অনেকেই আছেন। প্রচারও শুরু হয়েগেছে নাটকটির। রঙ্গিলা পুতুল ও ৭ কিলো ১ গ্রামও শিগগিরই প্রচারে আসবে। মিম এখন বেশ ভালো অভিনয় করছে। অভিনয়ের প্রতি তার ভালোবাসাটা প্রবল এবং ভালো করার চেষ্টা বা সংগ্রামটা তারমধ্যে আমি দেখেছি। সে আগামীতে আরো অনেক ভালো করবে। দুটি ধারাবাহিকেই মিম ভালো করার চেষ্টা করেছে। আশা করছি দুটি ধারাবাহিক প্রচারে এলে দুটি ধারাবাহিকই দর্শকের ভালোলাগবে।’

মিম চৌধুরী বলেন,‘ মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করা মানেই হলো শেখার অনেল কিছুই থাকে। ভাইয়ার সঙ্গে কাজ করলে অভিনয়ে নতুন অনেক কিছুই শেখা যায়, একটি চরিত্রকে কতোটা পারফেক্টলি উপস্থাপন করা যায় তা আরো গভীরভাবে শেখা যায়। ভাইয়ার সঙ্গে যতোই নাটক প্রচার হয় ততোই মনে হয় যে আরেকটু ভালো করতে পারলে আরো ভালো হতো ভালোলাগতো। ভাইয়া নিজেও সচেতন ভাবেই অভিনয়ের খুঁটিনাটি শেখান। আবার এমন অনেক গল্পও আছে যা প্রবল আগ্রহ নিয়েই শুনি, পরবর্তীতে আমাদের কাজে লাগে। শামস করিম ভাইকে ধন্যবাদ দুটো নাটকেই আমাকে মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ করে দেবার জন্য।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার মহিমাগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের ৬ নেতা গ্রেফতার

উত্তরাঞ্চলে নানা আয়োজনে করতোয়ার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বগুড়ার ধুনটে দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উদযাপন

বগুড়ায় ওয়ার্ড যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধর্ষণ মামলার আসামি গাজীপুর থেকে গ্রেফতার