ভিডিও বুধবার, ১৩ আগস্ট ২০২৫

শুরু হচ্ছে ধোনির ১০০ কোটি রুপির মানহানির মামলার বিচার

ভারতীয় ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনি।

স্পোর্টস ডেস্ক : আইপিএল ২০১৩ সালের আসরে বেটিং বিতর্কে নাম জড়ানোর অভিযোগে ১০০ কোটি রুপি মানহানির মামলা করেছিলেন ভারতীয় ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনি। ভারতের দুটি মিডিয়া চ্যানেল এবং এক সাংবাদিকের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছিল। মাদ্রাজ হাইকোর্ট সোমবার (১১ আগস্ট) এক দশকের বেশি সময় পর এই মামলার বিচার কাজ শুরুর নির্দেশ দিয়েছেন।

ধোনির পক্ষ থেকে হলফনামা জমা দিয়ে মামলার কার্যক্রম চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করা হয়। এর পরেই বিচারক সিভি কার্তিকেয়ান এই নির্দেশ দেন।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এর খবর অনুযায়ী, ধোনির পক্ষ থেকে যে প্রমাণগুলো দাখিল করা হবে সেগুলি নথিবদ্ধ করতে একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। বিচারক একইসাথে ধোনির জবানবন্দি নেয়ারও নির্দেশ দিয়েছেন। তবে, তিনি সরাসরি আদালতে উপস্থিত থেকে এই প্রক্রিয়ায় অংশ নেবেন না কারণ তার উপস্থিতি আদালতে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে পারে।

২০১৩ সালে আইপিএলে বেটিং-বিতর্কের পর টিভি বিতর্কে ধোনির বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা হয়েছিল, যার জেরে ২০১৪ সালে ধোনি মানহানির মামলা দায়ের করেন।

আরও পড়ুন

 

ধোনির আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট আর আর রমন হলফনামা আদালতে জমা দেন, যেখানে বলা হয়,‘অনুচিত কোনো বিলম্ব এড়াতে এবং ন্যায়সংগত ও দ্রুত বিচার পেতে এই আবেদন করা হয়েছে। আমি অ্যাডভোকেট কমিশনারকে পূর্ণ সহায়তা প্রদান করব এবং আদালত যে নির্দেশনা দেবেন, তা মেনে চলব।’

প্রসঙ্গত, ২০১৩ সালের আইপিএলের আসরে স্পট ফিক্সিং ও বেটিং বিতর্ক ছিল বড় ঘটনা। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে তিন ক্রিকেটার দোষী সাব্যস্ত হন এবং চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে দুই বছর নিষিদ্ধ করা হয়। এই দুটি ফ্র্যাঞ্চাইজির উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে বেটিংয়ে জড়ানোর অভিযোগ ছিল। ধোনি ২০২০ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াসহ কয়েকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টির আভাস

‘দেবদাস’ খ্যাত অভিনেত্রী নাজিমা না ফেরার দেশে

চলতি আগস্টেই ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী

সরকার নির্বাচনের ঘোষণা দিলেও লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি: চরমোনাইর পীর

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন মোদি, ট্রাম্পের সঙ্গে বৈঠকের আশা

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ