ভিডিও মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

অক্টোবরে দুই এশীয় দলের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

অক্টোবরে দুই এশীয় দলের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলোর আর মাত্র দুটি ম্যাচ বাকি। বাছাই পর্বের প্রায় শেষের দিকে এসে ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়েছেন কার্লো আনচেলত্তি। এই স্বল্প সময়ে দল গোছানো বড় চ্যালেঞ্জ ইতালির কিংবদন্তি কোচের জন্য। তবে এ ক্ষেত্রে তার কাজ কাজ কিছুটা হলেও সহজ করে দিতে পারে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।

যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রস্তুতির জন্য বেশ কয়েকটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। যার অংশ হিসেবে এরই মধ্যে দুটি প্রীতি ম্যাচ আনুষ্ঠানিকভাবে আয়োজনের দ্বারপ্রান্তে পৌঁছেছে সিবিএফ। দক্ষিণ কোরিয়া ও জাপান ফুটবল ফেডারেশনের সঙ্গে অক্টোবরে ফিফা উইন্ডোতে ম্যাচ আয়োজনের সমঝতায় পৌঁছেছে ব্রাজিলের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এবং ঘোষণার আগে বাণিজ্যিক চুক্তিগুলো চূড়ান্ত করার জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে।  ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এমন খবরই জানিয়েছে।

ব্রাজিলের সূচি অনুযায়ী, ১০ অক্টোবর সিউলে দক্ষিন কোরিয়ার  বিপক্ষে এবং ১৪ অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, যা ঐতিহ্যবাহী কিরিন কাপের অন্তর্ভূক্ত। ২০২২ কাতার বিশ্বকাপের আগেও ব্রাজিলের প্রস্তুতি পর্ব অনুরূপ ছিল। সূচি অনুযায়ী, কাতার বিশ্বকাপ নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার  কথা থাকায় সে বছর জুনে এশিয়া সফরে গিয়েছিল ব্রাজিল। প্রথম ম্যাচে সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেয়, আর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানকে ১-০ গোলে হারায় জাপানকে। এর আগে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি পর্বেও জাপান ছিল ব্রাজিলের প্রতিপক্ষ। ২০১৭ সালের নভেম্বরে ফ্রান্সের লিলে স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে ৩-১ গোলে জয় পায় ব্রাজিল। আর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২০২২ বিশ্বকাপের শেষ ষোলোয় মুখোমুখি হয়েছিল ব্রাজিল, সে ম্যাচে ৪-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছিল সেলেসাওদের।

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে ব্রাজিল অন্তত ছয়টি প্রীতি ম্যাচ খেলবে। অক্টোবর উইন্ডোতে দুই এশীয় প্রতিপক্ষ, নভেম্বরে আফ্রিকান দলের বিপক্ষে এবং মার্চে ইউরোপীয় দলের বিপক্ষে ম্যাচ আয়োজনের চেষ্টা চালাচ্ছে সিবিএফ। ইউরোপ বা আমেরিকার মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচগুলো বাণিজ্যিক চুক্তির ওপর নির্ভর করবে। ২০২৬ সালের জুনেও প্রীতি ম্যাচ খেলার সুযোগ থাকছে, যা বিশ্বকাপ প্রস্তুতির অংশ। ব্রাজিল দুইটি ম্যাচ খেলতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে ডিসেম্বরের ড্র-এর পর কোচিং স্টাফের মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফোনের ব্যাটারি ফুলে যাওয়ার যত কারণ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দাবি

ময়মনসিংহে স্কুল থেকে চুরি যাওয়া ১২ ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৫

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

শুরু হচ্ছে ধোনির ১০০ কোটি রুপির মানহানির মামলার বিচার

ভয় নয়, সচেতন করতে শূন্য রিটার্নে জেলের বিধান: এনবিআর চেয়ারম্যান