ভিডিও মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

পাকিস্তান সেনাপ্রধানের বক্তব্যের জবাবে যা বলল ভারত 

পাকিস্তান সেনাপ্রধানের বক্তব্যের জবাবে যা বলল ভারত, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের পারমাণবিক বোমাবিষয়ক এক মন্তব্যকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পায় প্রবাসী পাকিস্তানিদের এক নৈশভোজে মুনির বলেন, আমরা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি, তবে অর্ধেক দুনিয়াকেও সঙ্গে নিয়ে যাব। 

ভারতের মতে, এটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মাটি থেকে তৃতীয় কোনো দেশে পারমাণবিক হামলার হুমকি। ভারতের সরকারি সূত্র বলছে, পাকিস্তানি সেনাপ্রধানের এই বক্তব্য পাকিস্তানের ‘দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক রাষ্ট্র’ হিসেবে পরিচয় স্পষ্ট করেছে। তারা আশঙ্কা করছে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কখনও সন্ত্রাসীদের হাতে পড়তে পারে।

গত শনিবার যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ব্যবসায়ী আদনান আসাদের বাসভবনে আয়োজিত নৈশভোজে মুনির ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইন্দাস নদীতে ভারত বাঁধ তৈরি করলে ‘১০টি ক্ষেপণাস্ত্রে’ তা ধ্বংস করা হবে। তার দাবি, বাঁধ হলে পাকিস্তানের ২৫ কোটি মানুষ অনাহারে পড়বে।

আরও পড়ুন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানি সেনাপ্রধানের হুমকিকে ‘পারমাণবিক যুদ্ধের তলোয়ার ঝোলানো’ ও ‘পাকিস্তানের স্বভাবসুলভ আচরণ’ বলে নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশের মাটি থেকে এমন মন্তব্য দুঃখজনক এবং এটি প্রমাণ করে পাকিস্তানের সামরিক বাহিনী সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে চলে। এ ছাড়া নিজেদের জাতীয় নিরাপত্তা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দিয়েছে ভারত। খবর : এনডিটিভি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ৫ম দিনের মতো ব্লকেড কর্মসূচি

সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা জানালো ইসি সচিবালয়

অক্টোবরে দুই এশীয় দলের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

পুতিন নতুন অভিযানের প্রস্তুতি নিচ্ছেন : জেলেনস্কি

২৯৫ বল হাতে রেখে ওয়ানডে ম্যাচ জয়!

শুল্ক বৃদ্ধি আরো ৯০ দিন স্থগিত রাখলো যুক্তরাষ্ট্র-চীন