ভিডিও মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

পুতিন নতুন অভিযানের প্রস্তুতি নিচ্ছেন : জেলেনস্কি

পুতিন নতুন অভিযানের প্রস্তুতি নিচ্ছেন : জেলেনস্কি,ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির পরিবর্তে ‘নতুন আক্রমণাত্মক অভিযানের’ প্রস্তুতি নিচ্ছেন। সোমবার (১১ আগস্ট) রাতে এক ভাষণে এ দাবি করেন তিনি।  

জেলেনস্কি আরও বলেন, ‘যুদ্ধোত্তর পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার জন্য রাশিয়ানরা কোনো সংকেত পেয়েছে-এমন কোনো ইঙ্গিত নেই।’ তিনি বলেন, ‘গোয়েন্দা ও সামরিক প্রতিবেদনগুলো ইঙ্গিত দেয় যে, পুতিন আমেরিকার সঙ্গে বৈঠককে কেবল তার ব্যক্তিগত বিজয় হিসেবে উপস্থাপন করতে এবং তারপরে আগের মতোই কাজ চালিয়ে যেতে, আগের মতোই ইউক্রেনের ওপর একই চাপ প্রয়োগ করতে দৃঢ় প্রতিজ্ঞ।’ ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘রাশিয়া শান্তির জন্য প্রস্তুতি নিচ্ছে এমন কোনো ইঙ্গিত নেই।’

তিনি বলেন, ‘সৈন্যদের পুনঃমোতায়েন আরও আক্রমণের প্রস্তুতির ইঙ্গিত দেয়। যদি কেউ শান্তির জন্য প্রস্তুতি নেয়, তাহলে এটি করবে না।’ জেলেনস্কি আরও জানান, কিয়েভ তার অংশীদারদের যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি, কূটনীতি এবং রাশিয়ার ভবিষ্যত কর্মকাণ্ডের পরিকল্পনা সম্পর্কে অবহিত করছে। খবর : টিআরটি ওয়ার্ল্ড।  

আরও পড়ুন

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী ১৫ আগস্ট আলাস্কা রাজ্যে সাক্ষাতের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  স্থানীয় সময় শুক্রবার (৮ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দাবি

ময়মনসিংহে স্কুল থেকে চুরি যাওয়া ১২ ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৫

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

শুরু হচ্ছে ধোনির ১০০ কোটি রুপির মানহানির মামলার বিচার

ভয় নয়, সচেতন করতে শূন্য রিটার্নে জেলের বিধান: এনবিআর চেয়ারম্যান

তুমুল সাফল্যের স্বীকৃতি পেলেন সাইয়ারা জুটি