ভিডিও মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১২ আগস্ট, ২০২৫, ০৩:৪৩ দুপুর

ইউক্রেন ও রাশিয়া উভয়কেই কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে : ট্রাম্প

ইউক্রেন ও রাশিয়া উভয়কেই কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে : ট্রাম্প, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ শেষ করার জন্য ইউক্রেন এবং রাশিয়া উভয়কেই একে অপরের কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই মন্তব্য করেন। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকে রাশিয়া সমঝোতায় রাজি কিনা, তা সঙ্গে সঙ্গেই বোঝা যাবে। পুতিনের সঙ্গে এই শীর্ষ বৈঠকের আগে ইউরোপীয় নেতারা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে কথা বলবেন। ইউরোপে শঙ্কা, ওয়াশিংটন হয়তো কিয়েভের জন্য প্রতিকূল শর্ত চাপিয়ে দিয়ে শান্তি চুক্তি করতে পারে।

ইতোমধ্যে যুদ্ধের প্রতি অবস্থান আরও কঠোর করে ইউক্রেনে অতিরিক্ত মার্কিন অস্ত্র সরবরাহে সম্মতি দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি রুশ তেল ক্রেতাদের ওপর শুল্ক আরোপেরও হুমকি দিয়েছেন। তবে ইউরোপীয় মহলে আশঙ্কা থেকেই যাচ্ছে, তিনি হয়তো এমন সমঝোতায় যেতে পারেন, যাতে কিয়েভকে বড় ছাড় দিতে হবে।

তবে হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এটি মূলত পরিস্থিতি বোঝার বৈঠক। প্রথম দুই মিনিটেই আমি বুঝে যাবো অগ্রগতি সম্ভব কিনা। আমি তাকে বলব, তোমাকে এই যুদ্ধ শেষ করতে হবে। যদি দেখি এটা মীমাংসার পথে যাচ্ছে না, তবে আমি বলব গুড লাক এবং সেখানেই শেষ হবে। ট্রাম্প জানান, ভবিষ্যতে জেলেনস্কিকে নিয়ে যৌথ বৈঠক হতে পারে এবং যুক্তরাষ্ট্রের লক্ষ্য দ্রুত যুদ্ধবিরতি নিশ্চিত করা। তিনি শিগগিরই ইউরোপীয় নেতাদের সঙ্গেও আলোচনা করবেন। যদিও অতীতে ভূখণ্ড বিনিময়ের প্রস্তাব দিলেও রাশিয়া বা ইউক্রেন, কেউই এ বিষয়ে রাজি হয়নি।

আরও পড়ুন

বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখল করে আছে, অন্যদিকে ইউক্রেনের দখলে রাশিয়ার কোনো ভূখণ্ড নেই বললেই চলে। ট্রাম্প বলেন, ভূখণ্ড ছাড় দেয়ার বিষয়ে জেলেনস্কির অবস্থান তাকে সামান্য বিচলিত করেছে এবং তিনি জোর দিয়ে বলেন, ভূখণ্ড বিনিময় ঘটবেই। ট্রাম্প বলেন, আমি রাশিয়ার মাধ্যমে এবং সবার সঙ্গে কথোপকথনের মাধ্যমে জানতে পেরেছি যে, ইউক্রেনের ভালোর জন্যই এটি হবে। কিছু ভূখণ্ড বিনিময় হবে। রাশিয়ার নিয়ন্ত্রণে কিছু গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে, আমরা চেষ্টা করব সেগুলোর কিছু ফেরত পেতে। খবর : রয়টার্স।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম রোকেয়া দিবস আজ

কোরআন মাহফিলে বয়ানরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বক্তা

শীতে বেড়ে যায় হৃদরোগের ঝুঁকি: হার্ট ভালো রাখতে যা খাবেন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্তের পথে: শিক্ষা মন্ত্রণালয়

বিপিএলে রাজশাহী দল নিয়ে সুখবর দিলেন হান্নান সরকার

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত