ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

আন্দোলনের ভিডিওতে অস্ত্র হাতে সোলায়মান সেলিম, ৩ দিনের রিমান্ড

আন্দোলনের ভিডিওতে অস্ত্র হাতে সোলায়মান সেলিম, ৩ দিনের রিমান্ড, ছবি: সংগৃহীত।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর আজিমপুরে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান মোহাম্মদ সেলিমের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১১ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তার রিমান্ডে আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন। 

এর আগে, গত ৩১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী জোনাল টিমের পুলিশ পরিদর্শক সাজ্জাদ হোসেন আসামি সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ ঠিক করেছিলেন। শুনানির সময় তাকে আদালতে আনা হয়।তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন আদালতকে বলেছেন, গত ২৮ জুলাই একটি টেলিভিশনের পর্দায় ‘কোটা আন্দোলন নিয়ে যা ঘটেছিল রাজধানীর আজিমপুরে’ শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রচার হয়। ওই ভিডিওর ১ মিনিট ৫৫ সেকেন্ড এবং ৩ মিনিট ২ সেকেন্ডের সময় আসামিকে সশস্ত্র অবস্থায় ঘটনাস্থলে দেখা যায়। পুলিশের সঙ্গে অবস্থান নিয়ে তিনি হামলায় অংশ নিয়েছিলেন। হত্যাকাণ্ডে কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে, সেই অস্ত্র উদ্ধার, কারা কারা ঘটনার সঙ্গে জড়িত তা জিজ্ঞাসাবাদের জন্য সোলায়মান সেলিমের পুনরায় সাত দিনের রিমান্ড প্রার্থনা করছি।

রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, সোলায়মান সেলিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এরকম একটি ভিডিও পাওয়া গেছে। যেটা অরিজিনাল ভিডিও। অস্ত্র হাতে তাকে গুলি করতে দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত থেকে সঙ্গীদের নির্দেশনা দিচ্ছিলেন তিনি। গুরুত্বপূর্ণ আসামি সোলায়মান সেলিম। আন্দোলনকারীদের ওপর হামলা করার নেতৃত্বে ছিলেন তিনি।আসামির পক্ষে এ কে এম শাহনেওয়াজ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

আরও পড়ুন

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়। সেলিম এই মামলার এজাহার নামীয় আসামি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিবাহী বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে ইরান

রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে জামাই-শ্বশুরকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৪

গাজায় যুদ্ধাপরাধের জন্য ইসরাইলকে ফুটবল থেকে বহিষ্কারের দাবি

সুনামগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম আটক

ইভিএম বাতিল, ফিরছে ‘না’ ভোট: ইসি সানাউল্লাহ

বগুড়ার শিবগঞ্জে দিনেদুপুরে দুঃসাহসিক চুরি