ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

গণশুনানিতে দুই অভিযুক্ত আটক

বগুড়াকে দুর্নীতিমুক্ত জেলা ঘোষণা করা হবে : দুদক চেয়ারম্যান

কোর্ট রিপোর্টার : দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সেবা প্রদান ও দায়িত্ব পালন নিশ্চিত করা গেলে সেবার মান বাড়বে। সাধারণ মানুষ সচেতন হলে ও দুর্নীতি সামাজিকভাবে ঘৃণা করলে দুর্নীতি লাঘব হবে। তিনি বলেন, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানের বগুড়ায় জন্ম হয়েছে। এই শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তিনি দুর্নীতি করতেন না এবং দুর্নীতিকে প্রশ্রয় দিতেন না। দুদক চেয়ারম্যান বলেন, ৪২ বছর আগে আমি বগুড়ায় চাকরি করেছি। বগুড়া হবে আদর্শ জেলা এবং বগুড়াকে দুর্নীতিমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে। 
তিনি আজ রোববার (১০ আগস্ট) ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দুদক বগুড়া জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে দুদক চেয়ারম্যান দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের অগ্রণী ভূমিকা পালনের আহবান জানিয়ে বলেন, গণমাধ্যমকর্মীরা দুর্নীতির সংবাদ তুলে ধরেন এবং দুদক সেই দুর্নীতির সংবাদ অনুসন্ধানসহ দুর্নীতির বিরুদ্ধে আইনুগ ব্যবস্থা গ্রহণ করে থাকে।

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এক্ষেত্রে সমাজের সকল পর্যায়ের সচেতন ব্যক্তিদেরকে এগিয়ে আসতে হবে। গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার ও সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগ, বগুড়ার সকল সরকারি দপ্তরের প্রধানদের উপস্থিতিতে দুদক’র চেয়ারম্যান ও দুদক’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সম্মুখে উপস্থাপন করেন।

আরও পড়ুন

একই সাথে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই এই গণশুনানির মূল উদ্দেশ্য।

বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে গণশুনানিতে স্বাগত বক্তব্য রাখেন দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ) আকতার হোসেন, বগুড়ার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেসবাহুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।

পরে দুদক চেয়ারম্যান শতাধিক অভিযোগের মধ্যে অর্ধশতাধিক অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিকভাবে তা সমাধানসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। গণশুনানিতে প্রফেশনাল ইউনিভার্সিটি বগুড়ার দাবিদার দুইজনের বিরদ্ধে আনা অভিযোগের বিষয়ে চেয়ারম্যান ও কমিশনের সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে তাদের গ্রেফতারের জন্য পুলিশ সুপারকে নির্দেশ দিলে পুলিশ তাদের দুইজনকে গ্রেফতার করে। ওই দুইজনের নাম রাব্বি ও সোহেল বলে জানা গেছে।

তারা প্রফেশনাল ইউনিভার্সিটি পরিচালক বলে পরিচয় দেন। অভিযোগ শুনানিকালে পদ্মা ইনসুরেন্সসহ কয়েকটি ইনসুরেন্সের কর্মকর্তার অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। অনুষ্ঠানে দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মাহফুজ ইকবালসহ বিভিন্ন সরকারি দপ্তর ও ব্যাংক-বীমার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুদক বগুড়ার ডিএডি মো. রোকনুজ্জামান। পরে দুদক’র চেয়ারম্যান ড.মোহাম্মদ আবদুল মোমেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের কালাইয়ে গ্রিল কেটে বাড়িতে ডাকাতি ১০ ভরি সোনার গহনা ও টাকা লুট

বগুড়ার আদমদীঘিতে ৫ শতাধিক বিঘা জমি অনাবাদি থাকার আশংকা

কুড়িগ্রামে সবুজ উৎসবে শতাধিক পরিবেশ প্রেমীর অংশগ্রহণ

বগুড়ার শিবগঞ্জে পাঁচ দিনের ব্যবধানে পাঁচ নারীসহ ৭ মরদেহ উদ্ধার

বগুড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, বিভিন্ন বিষয়ে আলোচনা

লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলায় গ্রেফতার-১