ভিডিও শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৭ জন আহত গ্রেফতার ২

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৭ জন আহত গ্রেফতার ২

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা, নারীকে শ্লীলতাহানী, লুটপাট ও মারপিটের ঘটনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৭ জন আহত হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে করা মামলায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে মজনু মিয়া (৩২) ও গনি সেখের ছেলে শফিকুল ইসলাম (৫৫)। গতকাল শুক্রবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করেছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার মরিচতলা গ্রামের সোলায়মান আলী সরকারের সাথে প্রতিবেশী মজনু মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ রয়েছে। এ অবস্থায় মজনু ও তার লোকজন ৫ আগস্ট সকাল সাড়ে ৮টায় সোলায়মান আলীর বাড়ি গিয়ে হামলা চালায়।

তাদের হামলায় সোলায়মান আলী (৮৫), তার স্ত্রী সুফিয়া খাতুন (৬০) ও একই পরিবারের ঝিনুক খাতুন (১৬), ফাতেমা খাতুন (১০), আলপনা খাতুন (২৫), মলি খাতুন (৩০), বৃষ্টি খাতুন (১৫) আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

আরও পড়ুন

এছাড়া হামলাকারীরা সোলায়মান আলীর স্ত্রীকে শ্লীলতাহানী করার পাশাপাশি আহত নারীদের কাছ থেকে স্বর্ণালংকার লুট করেছে। এ ঘটনায় সোলায়মান আলীর ছেলে হেলাল উদ্দিন বাদি হয়ে গতকাল শুক্রবার থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মজনু মিয়া ও শফিকুল ইসলামসহ ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, গ্রেফতারকৃতদের আজ শনিবার (৯ আগস্ট) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটকের পর গণপিটুনি ও ছুরিকাঘাত

শ্রীপুরে রিসোর্টে আটকে মডেলকে গণধর্ষণ মামলায় আটক ১৪

ইসরায়েলকে নিষিদ্ধ করতে ফিফা-উয়েফার কাছে চিঠি তুরস্কের

নতুন পরিচয়ে চলচ্চিত্রে ফিরছেন পপি

সিরাজগঞ্জে কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রির দায়ে কসাইয়ের কারাদণ্ড

মাদারীপুরে ৯ বস্তা গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার