‘মিথিলার ফিরে আসা’য় নাম ভূমিকায় মিহি, সঙ্গে শিশির-সাব্বির
_original_1754754501.jpg)
অভি মঈনুদ্দীন ঃ ফারজানা আহসান মিহি, এই প্রজন্মের একজন দর্শকপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত এই সময়ের দর্শকপ্রিয় নাটকের মধ্যে অন্যতম হলো মুসাফির রনি পরিচালিত এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘জোনাকির আলো’। এতে মিহি দেশের গুনী অভিনেতা শহীদুজ্জামান সেলিমের মেয়ের চরিত্রে অনবদ্য অভিনয় করে প্রশংসা কুঁড়াচ্ছেন।
এদিকে এরইমধ্যে মিহি নাম ভূমিকায় একটি নাটকের কাজ শেষ করেছেন। নাটকের নাম ‘মিথিলার ফিরে আসা’। নাটকটি রচনা করেছেন কামরুল হুদা, নির্মাণ করেছেন কামরুল হাসান সুজন। নাটকে রাসেল চরিত্রে অভিনয় করেছেন শিশির আহমেদ। আবির চরিত্রে অভিনয় করেছেন সাব্বির আহমেদ। গল্প প্রসঙ্গে শিশির আহমেদ বলেন,‘ রাসেল আর মিথিলা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে। ঘটনাক্রমেই মিথিলার সঙ্গে রাসেল সম্পর্কে জড়িয়ে যায়। কিন্তু রাসেল যে নেশাগ্রস্ত যুবক এটা মিথিলা জানতো না। একটা সময় মিথিলা ও রাসেল পালিয়ে গিয়ে বিয়ে করে। কিন্তু বিয়ের পর মিথিলা বুঝতে পারে রাসেল নেশার সাথে যুক্ত। দিনদিন মিথিলার উপর রাসেলের অত্যাচার বাড়তে থাকে। একটা সময় মিথিলা বাধ্য হয়ে রাসেলকে তালাক দেয়। সেই সময়ই মিথিলার পাশে এসে দাঁড়ায় আবির। এগিয়ে যায় নাটকের গল্প।’
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মিহি বলেন,‘ যেহেতু নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছি আমি, তাই আমার চরিত্রে একটু বেশিই মনোযোগ দিতে হয়েছে। গল্পটা সুন্দর। আমার দুই সহশিল্পীই যার যার চরিত্রে সুন্দর অভিনয় করেছেন।’।
আরও পড়ুনশিশির বলেন,‘ গল্পটা সুন্দর। যদিও এই ধরনের গল্পে এর আগেও নাটক নির্মিত হয়েছে। কিন্তু তারপরও নির্মাতা তার নির্মাণশৈলী দিয়ে গল্পটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। মিহির সঙ্গে এর আগেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। সহশিল্পী হিসেবে ভীষণ সহযোগিতা পরায়ণ। আমাদের এই নাটকটিও আশা করছি ভালোলাগবে দর্শকের।’
সাব্বির আহমেদ বলেন,‘ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে এই গল্পটি সহায়ক ভূমিকা রাখবে বলেই আমি বিশ্বাস করি। কারণ গল্পটা এমন ভাবনা থেকেই নেয়া। আমাদের সমাজে নেশার কারণে অনেক যুবকই তাদের জীবন নষ্ট করে ফেলে। তাদের মাঝে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যেই এই গল্প নিয়ে নাটক নির্মাণ করা। পরিচালক চেষ্টা করেছেন গল্পটা ঠিকঠাক মতো তুলে ধরতে। আশা করছি প্রচারে এলে ভালোলাগবে দর্শকের।’
মন্তব্য করুন