ভিডিও শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

আমিরাত প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের রাশিয়া সফর: পুতিনের সঙ্গে বৈঠক

আমিরাত প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের রাশিয়া সফর: পুতিনের সঙ্গে বৈঠক

রাশিয়ার মস্কোতে এক সরকারি সফরে পৌঁছেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

বৃহস্পতিবার তিনি রাশিয়ায় পৌঁছালে সামরিক বিমান দিয়ে তাকে স্বাগত জানানো হয়।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে খালিজ টাইমস।

ভনুকোভো বিমানবন্দরে শেখ মোহাম্মদের আগমনে আয়োজিত এক আনুষ্ঠানিক সংবর্ধনায় সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়ার জাতীয় সংগীত বাজানো হয় এবং তাকে অভ্যর্থনা জানাতে গার্ড অব অনার প্রস্তুত রাখা হয়। বিমানবন্দরে সারিবদ্ধভাবে অপেক্ষমাণ ঊর্ধ্বতন কর্মকর্তাদের তিনি শুভেচ্ছা জানান।

আরও পড়ুন

সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন শেখ মোহাম্মদ। উভয় নেতা দুদেশের কৌশলগত অংশীদারত্ব, বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও পারস্পরিক উন্নয়নের বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির পথ খুঁজে বের করা নিয়ে আলোচনা করবেন। এছাড়া বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও কথা হবে।

রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে শেখ মোহাম্মদ বলেন, ‘আপনার আতিথেয়তার জন্য ধন্যবাদ। আশা করি এই সফর রুশ ও আমিরাতি জনগণের জন্য ইতিবাচক ও আনন্দময় ফল বয়ে আনবে। আমরা সবসময়ই আমাদের দেশের মধ্যে সম্পর্কের সেতুবন্ধনকে আরও দৃঢ় করার চেষ্টা করি।

আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম জানায়, এই সফরে তিনি বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার উন্নয়ন সংক্রান্ত বিষয়াদি নিয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে ঢাবিতে ঝটিকা বিক্ষোভ 

র‌্যাব-১৩'র অভিযানে চাঞ্চল্যকর ভ্যান ছিনতাইসহ হত্যার ঘটনায় ৩ জন আসামী গ্রেফতার

গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ,রাতে সেই সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

বগুড়ায় জুলাই স্মরণে আলোকচিত্র ভিডিও প্রদর্শনীর পুরস্কার বিতরণ

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে ও জবাই করে হত্যা

বিচ্ছেদের পথে সাইফ-কারিনার সম্পর্ক!