গাজায় আরও ১শ’ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় টানা ২২ মাস ধরে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ভূখন্ডটিতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬০ হাজারেরও বেশি মানুষ। হামলার পাশাপাশি ইসরায়েল গাজাতে কার্যত অবরোধও জারি করে রেখেছে। এর ফলে গাজায় বহু মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছেন। সৃষ্টি হয়েছে মানবিক সংকট। এমন অবস্থায় আবারও বিপুল পরিমাণ সহায়তা নিয়ে গাজার ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছে পাকিস্তান। দেশটি গাজায় আরও ১০০ টন সহায়তা পাঠাচ্ছে। এই সহায়তার মধ্যে ‘রেডি-টু-ইট’ খাবারের পাশাপাশি শিশুদের খাবার ও ওষুধ রয়েছে। রোববার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিশেষ নির্দেশে গাজায় মানবিক সহায়তার আরেকটি চালান পাঠানো হচ্ছে সোমবার। রোববার এক অনুষ্ঠানে এই সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়, এনডিএমএ এবং আলখিদমাত ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সংহতির কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার ওপর জোর দেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমারেখা অনুসারে টেকসই দুই-রাষ্ট্রভিত্তিক রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেন।
আরও পড়ুনএক্সপ্রেস ট্রিবিউন বলছে, এই নিয়ে গাজায় সহায়তার ১৭তম চালান পাঠাচ্ছে পাকিস্তান। ১০০ টন ওজনের এই চালান সোমবার ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে রওনা দেবে। মোট ২০০ টন সহায়তা পাঠানোর পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে এই চালানটি যাচ্ছে। বাকি ১০০ টন সামনের দিনগুলোতে পাঠানো হবে। সবশেষ চালানে রয়েছে ৬৫ টন রেডি-টু-ইট খাবার, শিশুদের জন্য ২০ টন গুঁড়া দুধ, ৫ টন বিস্কুট এবং ১০ টন ওষুধ। এই চালান পাঠানোর পর গাজায় পাকিস্তানের মোট সহায়তার পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৭১৫ টনে। পরবর্তী চালানটি গেলে তা বেড়ে হবে ১ হাজার ৮১৫ টন।
মন্তব্য করুন