নিউজিল্যান্ডে নারীর লাগেজে মিলল দুই বছরের শিশু!

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডে বাসে ভ্রমণের সময় এক নারীর লাগেজের মধ্যে দুই বছর বয়সী এক শিশু পাওয়ার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উত্তরের একটি ছোট শহর কাইওয়াকাতে বাস স্টেশনে রোববার একজন যাত্রী তার লাগেজ উঠানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ডাকেন। নিউজিল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বাসের চালক খেয়াল করলেন লাগেজটি নড়াচড়া করছে। এক পর্যায়ে সে লাগেজটি খোলার পর ২ বছর বয়সী এক মেয়ে শিশু দেখতে পায়। এ ঘটনায় ২৭ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং শিশুর সঙ্গে নিষ্ঠুর আচরণ করার দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে।
আরও পড়ুনপুলিশ জানিয়েছে, শিশুটি প্রচণ্ড গরমের মধ্যে ছিল। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। শিশুটির সঙ্গে ওই নারীর কী সম্পর্ক রয়েছে তা প্রকাশ করা হয়নি। তবে ওই নারীকে আজ সোমবার নর্থ শোর জেলা আদালতে হাজির করার কথা রয়েছে। খবর : বিবিসি
মন্তব্য করুন