সিরাজগঞ্জে ডাকাতির ঘটনায় গণপিটুনি, গরু উদ্ধার
কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ দুই গরু চোরকে থানা হেফাজতে নিয়েছে। রবিবার (৩রা আগস্ট) সন্ধ্যায় জনগণ তাদের ধরে গণপিটুনি দিয়ে কাজিপুর থানার অন্তর্গত নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশের জিম্মায় দেয়। পরে পুলিশ তাদেরকে রাতেই কাজিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করিয়েছে। ডাকাতদের নৌকা থেকে দুটি জীবিত এবং একটি মৃত গরু উদ্ধার করা হয়েছে।
কাজিপুর থানা পুলিশের নিকটে গ্রেপ্তারকৃতরা হলো টাঙ্গাইল সদর উপজেলার বাধাছিরা গ্রামের মফিজের পুত্র ফারুক(৪০) এবং সিরাজগঞ্জ সদরের কান্দাপাড়া গ্রামের মঞ্জিলের পুত্র বিক্রম (৪০)।

কাজিপুর থানা মৎস্যজীবীদের সভাপতি মন্টু মিয়া জানান, বগুড়ার সারিয়াকান্দি চর এলাকার বাথানের লোকজন ও জেলেদের সাথে আমার পরিচয়ের সূত্র ধরে তারা ফোন করে চরের বাথান থেকে গরু চুরির ঘটনা জানান। তখন লোকজন নিয়ে আমরা কাজিপুরের ঘাট এলাকাগুলোতে আমি ফোন করে সবাইকে বিষয়টি জানিয়ে সতর্ক থাকতে বলি। এরই মধ্যে বিকেল সাড়ে তিনটায় দিকে কাজিপুরের ঘোড়াগাছা চরে চোরদের ওই নৌকা দেখতে পেলে জনগণ ধাওয়া দেয়। তারা তখন দ্রুত সেখান থেকে নৌকা আমনমেহার চরের দিকে চলে যায়। তখন জনগণও নৌকা নিয়ে তাদের পিছু নেয়। খবর পেয়ে আমি স্পিডবোট নিয়ে সেখানে যাই। গিয়ে দেখি জনগণ তাদের ধরে গণপিটুনি দিয়েছে। জনগণের নিকট থেকে জানতে পারি চোরেরা নৌকায় মোট পাঁচজন ছিলো। তিনজন নৌকা থেকে ঝাঁপ দিয়ে নেমে কাইশা ক্ষেতের মধ্যে লুকিয়ে পড়ে। পরে তাদের আর খুঁেজ পাওয়া যায়নি। পরে গরুসহ তাদের নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশের নিকটে হস্তান্তর করি।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, আমরা ৯৯৯ থেকে ফোন পেয়ে সম্ভাব্য ঘাট এলাকাগুলোতে জানিয়ে দেই। আমাদের জানানো হয় বগুড়ার সারিয়াকান্দি চর থেকে গরুগুলো নিয়ে আসা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। শুনেছি বাকি তিন চোর সিরাজগঞ্জ সদরের পাঁচঠাকুরি এলাকায় গিয়ে ধরা পড়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1765210270.jpg)
_medium_1765208275.jpg)
_medium_1765207820.jpg)
_medium_1765207838.jpg)
_medium_1765207107.jpg)


