ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলমগীর হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার (৪ আগস্ট) ভোরে সদর উপজেলার লহ্মীদাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত আলমগীর হোসেন সদর উপজেলার লহ্মীদাড়ী গ্রামের মৃত শেখ সাঈদ উদ্দীনের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহতের ভাগ্নে বেলাল হোসেন জানান, ‘ভোরে আলমগীর তার নিজস্ব মৎস্যঘেরে খাবার দিতে যান। এসময় ভারত থেকে কয়েকজন লোক দৌঁড়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালালে পাশেই অবস্থান করা আলমগীর গুলিবিদ্ধ হন। ছররা গুলি তার ডান পাশের ঘাড়, চোখ ও মাথায় বিদ্ধ হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ বলেন, ‘আহতের শরীরে একাধিক স্থানে ছররা গুলির আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে, তিনি আপাতত আশঙ্কামুক্ত।’

এ বিষয়ে ভোমরা বিজিবি ক্যাম্পের কমান্ডার মো. জহির উদ্দীন বলেন, ‘আলমগীর হোসেন গত ৩০ জুলাই অবৈধ পথে ভারতে গিয়ে তার আত্মীয়ের বাড়িতে ছিলেন। সোমবার সকালে ফেরার সময় সীমান্ত অতিক্রমকালে বিএসএফের গুলিতে আহত হন।’

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী আহত

মারা গেছেন সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদ

শিক্ষা অফিস থেকে ফোন পেয়ে বঙ্গবন্ধুর ছবি সরালেন সেই প্রধান শিক্ষিকা

‘জীবনের ঝুঁকি’ নিয়ে মাঠে নামতে প্রস্তুত ওকস

 সাম্প্রতিক ঘটনাপ্রবাহে শাকিব-বুবলী প্রসঙ্গে যা বললেন অপু বিশ্বাস

কিউরেটর গামিনীর বিকল্প খুঁজছে বিসিবি!