ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

মাসুদরা কখনো ভালো হয় না : তমা মির্জা

মাসুদরা কখনো ভালো হয় না : তমা মির্জা

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

তিনি জানিয়েছেন, আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই এবং সমস্ত মনোযোগ কাজেই দিতে চান। একইসঙ্গে ‘সুড়ঙ্গ ২’ সিনেমায় তার সম্পৃক্ততা নিয়েও কথা বলেছেন তিনি।

ক্যারিয়ারে ভালো কাজের স্বীকৃতি দেরিতে পেলেও এ নিয়ে কোনো আক্ষেপ নেই তমার, বরং তিনি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। এ প্রসঙ্গে তিনি বলেন, “ভালো কাজের স্বীকৃতি অনেকে আগে পায়, অনেকের সময় লাগে। আমি দেরিতে পেলেও যা পেয়েছি, সেটার জন্য আলহামদুলিল্লাহ। শিগগিরই তার পরবর্তী সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানান তিনি, যা পরিবার নিয়ে উপভোগ করার মতো একটি চলচ্চিত্র হবে।

বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তমা মির্জা স্পষ্ট জানান, আপাতত এ বিষয়ে ভাবছেন না। তমার কথায়, “বিয়ের এখনো সেরকম পরিকল্পনা নেই। কাজটা মন দিয়ে করি, এর মাঝে অন্য কিছুতে ফোকাস করতে চাই না। জন্ম, মৃত্যু, বিয়ে যখন হওয়ার, আল্লাহ্ সেভাবেই ঠিক করে রাখেন। তাই তাড়াহুড়োর কিছু নেই।

আরও পড়ুন

‘সুড়ঙ্গ’ সিনেমার ব্যাপক সাফল্যের পর এর সিক্যুয়েল ‘সুড়ঙ্গ ২’ নির্মিত হবে বলে গুঞ্জন রয়েছে। এ বিষয়ে তমা বলেন, “সুড়ঙ্গ ২-এর একটা আভাস আমরা পেয়েছি। তবে এটার সঙ্গে আমার সম্পৃক্ততা নিয়ে প্রোডাকশন হাউজ বা পরিচালকের সঙ্গে কোনো কথা হয়নি। যদি আমি যুক্ত হই, তাহলে সবাই জানতে পারবে।”

‘সুড়ঙ্গ’ ছবিতে তার অভিনীত ‘ময়না’ ও আফরান নিশোর ‘মাসুদ’ চরিত্র দুটিকে সমাজের বাস্তব প্রতিচ্ছবি হিসেবেই দেখেন তমা।

তিনি বলেন, “মাসুদরা কখনো ভালো হয় না, ময়নারাও ভালো হয় না। লোভী ময়না বা স্ত্রীকে অন্ধভাবে বিশ্বাস করে প্রতারিত হওয়া মাসুদ এরা আমাদের সমাজের আনাচে-কানাচেই আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সবচেয়ে বড় ‘আনার’ বাগান দিনাজপুরে

বগুড়ার ধুনটে ভাতিজার ধর্ষণের শিকার স্ত্রীকে তালাক, ভাতিজা গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যায় দায়ে স্বামীর যাবজ্জীবন

বগুড়ার সারিয়াকান্দিতে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা : দোকানি গ্রেফতার

পঞ্চগড়ের বোদায় সেনাবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

বগুড়ার শাজাহানপুরে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন