সমাবেশ থেকে ছাত্রদলের ৯ প্রতিশ্রুতি ঘোষণা
_original_1754227425.jpg)
ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে ৯ দফা প্রতিশ্রুতি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশ থেকে ৯টি প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটি।
আজ রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত ছাত্রদলের কেন্দ্রীয় সমাবেশ থেকে এই প্রতিশ্রুতিগুলো ঘোষণা করা হয়।
সমাবেশে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, দেশের ছাত্রসমাজ, সাধারণ শিক্ষার্থী ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকে এই ৯ দফা গ্রহণ করা হয়েছে। প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে ছাত্রদল মাঠপর্যায়ে সক্রিয় ও আন্তরিক থাকবে বলেও জানানো হয়।
ঘোষিত ৯ প্রতিশ্রুতি হলো:
১. শিক্ষাঙ্গনে গেস্টরুম নির্যাতন, গণরুম সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার বাধ্যবাধকতা ও রাজনৈতিক মতপার্থক্যের কারণে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের মতো চর্চার বিলোপ এবং সন্ত্রাস-অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন।
২. আবাসিক হলে নিরাপদ আবাসন, পুষ্টিকর খাদ্য, বাসযোগ্য কক্ষ ও পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ।
৩. ধর্ম, বর্ণ, জাতিসত্তা ও লিঙ্গনির্বিশেষে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা এবং নারীদের জন্য শিক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ গঠনে জোরালো ভূমিকা।
৪. জাতীয় স্বার্থ সুরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ফ্যাসিবাদবিরোধী চিন্তার ভিত্তিতে সার্বজনীন শিক্ষানীতি প্রণয়নে ভূমিকা রাখা।
আরও পড়ুন৫. কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা চালু, একাডেমিক ও চাকরির পরীক্ষায় প্রশ্নফাঁস বন্ধ ও দুর্নীতিমুক্ত ব্যবস্থা নিশ্চিতকরণ।
৬. মাদকমুক্ত ক্যাম্পাস ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন।
৭. ইতিহাস, সংস্কৃতি ও জাতীয়তাবাদের ভিত্তিতে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা।
৮. শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত করার দাবি ও তাতে সক্রিয় অংশগ্রহণ।
৯. গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের স্বাধীনতা রক্ষায় ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কাজ চালিয়ে যাওয়া।
ছাত্রদল মনে করে, এই ৯ দফা প্রতিশ্রুতি শুধু ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং দেশের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রাকে আরও বেগবান করবে।
সমাবেশে বক্তারা জানান, ছাত্রসমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য এখনই প্রস্তুত হতে হবে এবং এই ঘোষণার মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু হলো।
মন্তব্য করুন