ভিডিও বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৫৯ বিকাল

খুবির প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন

খুবির প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রথম উপাচার্য প্রফেসর ড.গোলাম রহমান এর সম্মানে পুরাতন প্রশাসনিক ভবনের নামকরণ হয়েছে। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২৩০তম সভায় সর্বসম্মতিক্রমে নতুন নামকরণের এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি ) সকাল ৯.৩০ মিনিটে প্রফেসর ড. গোলাম রহমান নিজে উপস্থিত থেকে নিজের নামের নামফলক উন্মোচন করেন।

এসময় তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের কাছে আমি কখনও কিছু চাইনি। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হোক- এটাই ছিল প্রত্যাশা। আজ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সম্মান আমাকে দিল তাতে আমি গর্বিত ও কৃতজ্ঞ। আগামীর পথচলায় আমি সকলের নিকট দোয়া প্রত্যাশা করি।'

আরও পড়ুন

এছাড়াও অতি শিঘ্রই  পরিবর্তন হতে চলেছে আরো ৫টি ভবনের নাম। এর মধ্যে আছে বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল , বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল  , নির্মাণাধীন জয়বাংলা একাডেমিক ভবন, সুলতানা কামাল জিমনেশিয়াম , শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন।

উল্লেখ্য গত ২০২৪ সালের ডিসেম্বর মাসে খুলনা বিশ্ববিদ্যালয়ের হল ও বিভিন্ন ভবনের নতুন নামকরণ প্রস্তাবনা কমিটিও গঠন করা হয়েছিল। যেখানে ১৭ ডিসেম্বর ২০২৪ সালে  নাম পরিবর্তন কমিটির পক্ষ থেকে অধ্যাপক ড. এ টি এম জহিরউদ্দিন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে রাজনৈতিক পক্ষপাত সংবলিত খুবির হল ও ভবনগুলোর নতুন নাম প্রস্তাব করার আহ্বান জানানো হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের জনপ্রিয়তায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : দেলাওয়ার হোসেন

বগুড়ায় বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন ও সংগ্রামের ছবির প্রদর্শনীতে দর্শনার্থীদের ভিড়

সিরাজগঞ্জের পরিত্যক্ত জমিতে বরই চাষ

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রংপুরে তারেক রহমান আসছেন শুক্রবার

পাবনার সুজানগর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা সাত মাস বেতন বঞ্চিত