মিরপুরের পিচ অসন্তোষজনক বলছে বিসিবি

স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে সম্প্রতি পাকিস্তানের অধিনায়ক ও কোচ সমালোচনা করেছিলেন। এনিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হলো, নিচু ও মন্থর উইকেট তৈরির জন্য তারা কখনও গ্রাউন্ডস কমিটিকে অনুরোধ করেনি। মিরপুরের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ২-১ এ পাকিস্তানকে হারায়। তবে তাদের প্রথম দুই ম্যাচের জয় সমালোচিত ছিল। অনেকের মতে, ব্যাটাররা তাদের মতো করে শট খেলতে পারেননি বলেই স্বাগতিকরা জিতেছে। তবে তৃতীয় ম্যাচে উইকেট তুলনামূলকভাবে ভালো ছিল, তাতে হেরে যায় বাংলাদেশ। এর আগে নিচু ও মন্থর উইকেটে খেলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। সেই সাফল্যও হয়েছিল সমালোচিত। প্রতিবার পিচ প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় ফাহিম অসন্তুষ্টি প্রকাশ করলেন।
বিসিবি’র ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বললেন, শেরে বাংলার উইকেট সন্তোষজনক ছিল না। তিনি বলেন, ‘আমার মনে হয় এটা স্পোর্টিং তৈরি করার চেষ্টা ছিল, কিন্তু পারেনি তারা। এটার দায় এর প্রস্তুতকারীদের ওপর। কারণ আমাদের দিক থেকে, মানে বোর্ডের দিক থেকে আমি মনে করি না আমরা কখনও উইকেট নিচু ও মন্থর করার নির্দেশ দিয়েছি।’ তিনি বলেন, ‘আমরা দেখেছি যখনই ভালো উইকেট চেয়েছি, বউন্সি উইকেট, প্রায় সময় সেটা হয়নি। এটার স্বাভাবিক কারণ হলো এখানকার মাটির প্রকৃতি কিংবা পরিবেশ বা এই পিচে অনেক বেশি ম্যাচ খেলা হয় বলে।’
আরও পড়ুনমিরপুরের পিচ নিয়ে তার মন্তব্য, ‘সব মিলিয়ে মিরপুরের উইকেট সন্তোষজনক নয়। আমাদের সেটা মানতে হবে। আমাদের এনিয়ে কাজ করে যেতে হবে। হয়তো পুরো মাটির ভিত সরিয়ে ফেলতে হবে। নয়তো পিচ তৈরির প্রক্রিয়া বদলাতে হবে। আমি আশা করি নিকট ভবিষ্যতে কিছু পরিবর্তন আসবে। তখন আমরা আরও ভালো মিরপুরের উইকেট দেখবো।’
মন্তব্য করুন