ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

দিনাজপুরের হাকিমপুর চিকিৎসককে মারপিটের ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের ১০ জন গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর চিকিৎসককে মারপিটের ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের ১০ জন গ্রেফতার

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর হিলিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা হয়েছে। এঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল মামুন সহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আসামিদেরকে ডিবি পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গতকাল শুক্রবার জেলা সিভিল র্সাজন ড. মো: আসিফ ফেরদৌসের দিক নির্দেশনায় ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুল ইসলাম এর উপস্থিতিতে ভুক্তভোগী ডা. মশিউর রহমান বাদি হয়ে ১৩ জনের নামে থানায় এজাহার দায়ের করেন। মামলা দায়েরের পর থানা ও ডিবি পুলিশ পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক আল মামুনসহ ১০ জনকে গ্রেফতার করেন।

আটককৃত ব্যক্তিরা হলো, পৌর শহরের মধ্যবাসুদেবপুর গ্রামের ওমর ফারুক(৪৫) ও তার স্ত্রী সুখি খাতুন (৩০), চন্ডিপুর এলাকার আল মামুন (৩৫), দক্ষিণবাসুদেবপুর এলাকার আমিরুল ইসলাম কদম (৪০), মধ্যবাসুদেবপুর এলাকার খোকন মন্ডল (৩৮), একই এলাকার শাওন (৩০), চন্ডিপুর এলাকার সাদ্দাম হোসেন (৩৬), ওয়াদুদ হোসেন (৩৬), আলতাব হোসেন রাজা (৪৫), ও আহসান হাবিব (৩৬)।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানা পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস.এম জাহাঙ্গীর আলম। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার হাকিমপুর হাসপাতালের চিকিৎসক ডা: মশিউর রহমান সকাল ৮ টা থেকে দুপুর পর্যন্ত দ্বায়িত্ব পালন করেন। এ সময় আসামি ওমর ফারুক ও তার স্ত্রী সুখি খাতুন  ১০-১২ দিন যাবৎ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ায় রিলিজ নেওয়ার কথা বলে ডাক্তার।

এ বিষয়ে বাকবিতন্ডা হয়। কিছুক্ষণ পরে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল মামুন সহ ১০-১২ জন মিলে জরুরি বিভাগের ডাক্তারকে মারধর করে এবং এক পর্যায়ে তার মোবাইল কেড়ে নেয়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে মানবাধিকার সম্মেলনে যোগ দিয়ে ইতিহাস গড়লেন স্বপ্নীল সজীব

নিজামীর অপরাধ এদেশে ইসলাম কায়েম করতে চেয়েছিলেন : এটিএম আজাহারুল ইসলাম

ছাত্রদল-এনসিপির সমাবেশ ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পদ্মা নদী থেকে দুই বাংলাদেশীর মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে করতোয়া নদীর ভাঙ্গনে মির্জাপুর-জোড়গাছা আঞ্চলিক সড়ক

কুড়িগ্রামের রাজারহাটে দেড় বছরের শিশুর পানিতে ডুবে মৃত্যু