ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

কেন অভিনয় ছাড়তে চান তানিয়া বৃষ্টি

তানিয়া বৃষ্টি।

বিনোদন ডেস্কঃ ছোটপর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। টেলিভিশন নাটক কিংবা ইউটিউবে প্রায় প্রতিদিনই কোনো না কোনো নাটকে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। সাবলীল অভিনয় আর প্রাণবন্ত উপস্থিতিতে ছোটপর্দায় নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। এবার জানালেন অভিনয় থেকে সরে যাওয়ার পরিকল্পনার কথা। বললেন, বিয়ের পর আর অভিনয় নয়, সংসার আর নিজের জীবনকে প্রাধান্য দিয়ে থিতু হতে চান দেশের বাইরে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তানিয়া বৃষ্টি বলেন, ‘বিয়ের পর অভিনয় থেকে অবসরে যাওয়ার চিন্তা আছে। আমার মনে হয়, সংসার আর ক্যারিয়ার-এই দুটি একসঙ্গে ঠিকমতো টানা যায় না। আগামী পাঁচ বছর আমি অভিনয়ে যতটুকু সময় দিতে পারি, দিতে চাই। এরপর সংসার জীবন বেছে নেব। দেশের বাইরে সেটল হতে চাই।’ তানিয়া বৃষ্টির এই ঘোষণার পর আবারও আলোচনায় এসেছে তাঁর ব্যক্তিগত জীবন। ২০১৭ সালে তিনি অস্ট্রেলিয়াপ্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন। সেই সংসার টেকেনি। পরে গুঞ্জন ওঠে সহশিল্পী আরশ খানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে। যদিও তানিয়া এসব গুজব বলে উড়িয়ে দেন। তিনি বলেন, ‘আমি যাদের সঙ্গে কাজ করি, তারা সবাই আমার খুব কাছের। সেটের বাইরেও আমাদের বন্ধুত্ব থাকে, আড্ডা হয়। এ থেকেই অনেক সময় ভুল বোঝাবুঝি বা গুজব তৈরি হয়।’

মোশাররফ করিমের সঙ্গে কাজ করে শেখার অভিজ্ঞতা তুলে ধরে তানিয়া বলেন, ‘তাঁর সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়। শুধু ক্যামেরার সামনেই নয়, ক্যামেরার বাইরেও তিনি দারুণ একজন গাইড।’

আরও পড়ুন

সহশিল্পী নিলয় আলমগীরকে নিয়ে বলেন, ‘নিলয় আমার ভাই-ব্রাদার টাইপের মানুষ। আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই, যেটি নিয়ে অন্যভাবে ভাবার সুযোগ আছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে মানবাধিকার সম্মেলনে যোগ দিয়ে ইতিহাস গড়লেন স্বপ্নীল সজীব

নিজামীর অপরাধ এদেশে ইসলাম কায়েম করতে চেয়েছিলেন : এটিএম আজাহারুল ইসলাম

ছাত্রদল-এনসিপির সমাবেশ ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পদ্মা নদী থেকে দুই বাংলাদেশীর মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে করতোয়া নদীর ভাঙ্গনে মির্জাপুর-জোড়গাছা আঞ্চলিক সড়ক

কুড়িগ্রামের রাজারহাটে দেড় বছরের শিশুর পানিতে ডুবে মৃত্যু