ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে আ’লীগের ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জে আ’লীগের ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি :  সিরাজগঞ্জ ২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না ও জান্নাত আরা তালুকদার হেনরিসহ আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুর রহিম বাদি হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিদের মধ্যে সাবেক এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না, সাবেক এমপি জান্নাত আরা তালুকদার হেনরি, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. কে.এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ সভাপতি এড. বিমল কুমার দাস, সাবেক পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেকের সভাপতি আহসান হাবিব খোকা, সাবেকে সাধারণের সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদসহ ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সিরাজগঞ্জের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গণপরিষদের নেতা আব্দুর রহিম তার ওপর সন্ত্রাসী হামলা, বাড়িঘর ভাঙচুর ও বোমা বিস্ফোরণের অভিযোগ এনে মামলাটি দায়ের করেছেন।

আরও পড়ুন

মামলায় বাদি অভিযোগ করেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বিকেলে বাদির রামগাতী মহল্লার বাড়িতে আসামিরা পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর করে। এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়। তারা ককটেল ও হাত বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

এক পর্যায়ে বাদি আব্দুর রহিমকে এলোপাতাড়ি মারধর করে। এরপর তারা আব্দুর রহিমকে থানায় নিয়ে একটি হত্যা মামলায় চালান করে দিতে বলে। থানা কর্তৃপক্ষ মামলা নিতে অস্বীকৃতি জানালেও চাপ প্রয়োগ করে পরদিন ২০২৪ সালের ১ জানুয়ারি মামলায় রহিমকে চালান করে দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারা আমাকে খেলতে দেয়নি : মেসি

শ্বশুরবাড়ি থেকে আ.লীগ নেতা গ্রেফতার

নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী পাঁচ-ছয়দিন খুবই গুরুত্বপূর্ণ : প্রেস সচিব

ধানমন্ডি ৩২ নম্বর দেখতে এসে যুবলীগ নেতা আটক

জিএম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা

ভালুকায় অজ্ঞাত গাড়িচাপায় পথচারী নিহত