ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

রাশিয়ায় ভূমিকম্পের পর অন্যান্য দেশেও সুনামি সতর্কতা জারি

রাশিয়ায় ভূমিকম্পের পর অন্যান্য দেশেও সুনামি সতর্কতা জারি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পূর্ব উপকূলের শক্তিশালী ভূমিকম্প ও সুনামি আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল আট দশমিক আট। তবে প্রথমে রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিলো আট দশমিক সাত।

রাশিয়ায় ভূমিকম্পটি অত্যন্ত শক্তিশালী হওয়ায় এটি প্যাসিফিক অঞ্চলে সুনামির ঝুঁকি তৈরি করেছে। ফলশ্রুতিতে রাশিয়াসহ জাপানের হোক্কাইডো থেকে কিউশু পর্যন্ত উপকূলীয় অঞ্চলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পুরো অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সেইসাথে, আলাস্কার দূরবর্তী আলেউটিয়ান দ্বীপপুঞ্জের কিছু অংশে, প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপ এবং হাওয়াই দ্বীপপুঞ্জেও সুনামি সতর্কতা জারি আছে।

আরও পড়ুন

এদিকে সতর্কতা জারির পর হাওয়াইয়ে ৬ ফুট উঁচু ঢেউ রেকর্ড করা হয়েছে। হাওয়াই গভর্নর জোশ গ্রিন বলেছেন, জাপান এবং হাওয়াইয়ের মধ্যবর্তী মিডওয়ে অ্যাটল দ্বীপের মধ্য দিয়ে ৬ ফুট (১.৮ মিটার) উচ্চতায় একটি ঢেউ অতিক্রম করেছে। এছাড়া আলাস্কা ও দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়েও সুনামি পরামর্শ জারি রয়েছে। এ পরিস্থিতিতে সেখানকার নাগরিকদের সাবধান থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর : বিবিসি বাংলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মুদ্রানীতি ঘোষণা আজ

শাহবাগ অবরোধ করে জুলাই সনদের দাবি, যান চলাচল বন্ধ

জাতীয় সরকারের প্রস্তাবে রাজি ছিলেন না তারেক রহমান : নাহিদ 

বগুড়ায় যুবদল নেতা অতুলকে কুপিয়েছে দুর্বৃত্তরা

তাসকিনের বিরুদ্ধে করা মারধরের জিডি প্রত্যাহার

৩ মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু