সিরাজগঞ্জে চাঁদাবাজকে গণধোলাই দিল জনতা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ ইকোনমিক জোনে ঠিকাদারদের কাছে চাঁদাবাজির সময় চরমপন্থি দলের সদস্য মো. মানিক ওরফে কালা মানিককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল সোমবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের ইকোনমিক জোন এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার মানিক বেলকুচি উপজেলার চক বয়রা গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ পরিদর্শক (এস.আই) মো. নাজমুল হক রতন বলেন, চাঁদাবাজির সময় কালা মানিককে আটক করে গণধোলাই দেয় জনতা। খবর পেয়ে গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কালা মানিককে আটকের পর তার শরীর তল্লাশি চালানো হয়।
আরও পড়ুনএ সময় তার কাছ থেকে একটি এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কালা মানিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। সিরাজগঞ্জ পুলিশ কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে জানান, তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা হয়েছে।
মন্তব্য করুন