সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় দুর্ভিক্ষ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ না নিলে ও হামাসের সঙ্গে প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধে যুদ্ধবিরতির উদ্যোগ না নিলে যুক্তরাজ্য সেপ্টেম্বরেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।
এই ঘোষণা ইসরায়েলের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। এর আগে একটি আন্তর্জাতিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা সতর্ক করেছিল যে, গাজায় এক ভয়াবহ দুর্ভিক্ষের চিত্র ফুটে উঠছে এবং ব্যাপক প্রাণহানি রোধে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় ৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এই ক্ষুধা সংকেত ও নতুন মৃত্যুর পরিসংখ্যান চলমান সংঘাতের এক ভয়াবহ নতুন ধাপের ইঙ্গিত দেয়। যুদ্ধটি শুরু হয়েছিল ২০২৩ সালের অক্টোবর মাসে, যখন হামাস ইসরায়েলে হামলা চালায় এবং পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে, যা এখন পুরো অঞ্চলকেই এক মানবিক বিপর্যয়ে পরিণত করেছে। আইপিসি জানিয়েছে, গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই ঘোষণার মাধ্যমে আন্তর্জাতিক চাপ বাড়তে পারে যাতে ইসরায়েল আরও খাদ্যসামগ্রী প্রবেশে অনুমতি দেয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার মন্ত্রিসভাকে জানান, ইসরায়েল যদি গাজায় মানবিক পরিস্থিতি নিরসনে কার্যকর পদক্ষেপ না নেয়, যুদ্ধবিরতিতে সম্মত না হয়, পশ্চিম তীরে দখলদারিত্ব বন্ধের ঘোষণা না দেয় ও দুই রাষ্ট্রভিত্তিক শান্তি প্রক্রিয়ায় অংশ না নেয়-তাহলে সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে ব্রিটেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। ফ্রান্স এরই মধ্যে ঘোষণা দিয়েছে যে তারা সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে, যা ইসরায়েলের তীব্র ক্ষোভের কারণ হয়েছে।
আরও পড়ুনইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে বলেন, স্টারমারের সিদ্ধান্ত হামাসের ভয়াবহ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছে এবং তাদের শিকারদের শাস্তি দিচ্ছে। তিনি আরও বলেন, ইসরায়েলের সীমান্তে একটি জিহাদি রাষ্ট্র আজ গঠিত হলে, তা আগামীকাল ব্রিটেনের জন্য হুমকি হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, স্কটল্যান্ডে স্টারমারের সঙ্গে বৈঠকে তিনি ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির বিষয়টি আলোচনা করেননি। তবে তিনি বলেন, আমি এতে আপত্তি করি না, তবে আমি মনে করি না হামাসকে পুরস্কৃত করা উচিত।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ব্রিটেনের সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। সূত্র : রয়টার্স
মন্তব্য করুন